নবান্ন অভিযান নিয়ে ঐক্যমত্য নেই BJP-র? শুভেন্দু যাচ্ছেন, ‘উল্টো সুর’ সুকান্তর গলায়!

বাংলা হান্ট ডেস্কঃ শিরোনামে নবান্ন অভিযান। ২৭ আগস্টের এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি এই অভিযানে অংশ নেবেন। তবে এক সুর শোনা গেল না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিলেও তিনি বলেন, এই কর্মসূচি (Nabanna Abhijan) অরাজনৈতিক ভাবেই হওয়া উচিত।

নবান্ন অভিযান (Nabanna Abhijan) নিয়ে কী বললেন শুভেন্দু-সুকান্ত?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামী ২৭ আগস্ট নবান্ন অভিযানের কথা ঘোষণা করা হয়েছে। যদিও তৃণমূলের দাবি, এর মাধ্যমে আসলে গণ্ডগোল করতে চাইছে পদ্ম শিবির। এই কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘ছাত্রসমাজ অভিযান ডেকেছে। আমি বলেছি, যদি হয়, নির্দিষ্ট প্রোগ্রাম পাই, নাগরিক হিসেবে… ওরা তো সব বাড়ি থেকে একজন করে ডেকেছেন। আমার অধিকার রয়েছে আমার বাড়ি থেকে যাওয়ার’।

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পত্যগের দাবি জানিয়ে ২৭ আগস্ট নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। এই সংগঠনের তরফ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হলেও ইতিমধ্যেই এই নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার বিজেপির অন্দরেও এই অভিযান নিয়ে শোনা গেল দুই আলাদা সুর।

আরও পড়ুনঃ SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট, কী জানাচ্ছে সুপ্রিম কোর্ট?

শুভেন্দু এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বললেও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘মঙ্গলবার অরাজনৈতিক আন্দোলন হচ্ছে, নবান্ন ঘেরাও হচ্ছে। আমার মনে হয়, সেটা অরাজনৈতিক ভাবেই হওয়া উচিত। রাজনৈতিক নেতাদের দূরে থাকাই ভালো’। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি নবান্ন অভিযানের এই কর্মসূচিকে চিকিৎসা এবং আইনগত সাহায্যের কথা ঘোষণা করেছেন।

Suvendu Adhikari Sukanta Majumdar Nabanna Abhijan

আগামী মঙ্গলবারের নবান্ন অভিযানের (Nabanna Abhijan) সঙ্গে বিজেপির যোগ নিয়ে তুমুল জল্পনা কল্পনা চললেও, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ জানিয়েছে এই কর্মসূচি একেবারে ‘অরাজনৈতিক’। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থী সায়ন লাহিড়ী বলেন, ‘মুখ্যমন্ত্রী ব্যর্থ। ওনার হাতে পুলিশ এবং স্বাস্থ্য দফতর রয়েছে। আমরা ওনার পদত্যাগ চাই’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর