‘গুলি খেতেও তৈরি, নবান্ন অভিযান হচ্ছেই’! স্পষ্ট জানিয়ে দিলেন SSC কাণ্ডে চাকরিহারারা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত বছরই এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের সেই রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। গত ৩ এপ্রিল থেকে এই ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এরপরেই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তরফ থেকে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেওয়া হয়। এবার এই কর্মসূচি নিয়েই সামনে এল বড় আপডেট।

নবান্ন অভিযান (Nabanna Abhijan) কি হচ্ছে?

শুক্রবার হাওড়া সিটি পুলিশের সঙ্গে বৈঠকে বসেছিল নবান্ন অভিযানের ডাক দেওয়া সংশ্লিষ্ট সংগঠন। প্রথমে শিবপুর পুলিশ লাইনে হাওড়ার পুলিশ কমিশনারের সঙ্গে লম্বা বৈঠক হয়। এরপর শিবপুর থানায় বৈঠক বসে। যদিও সেই বৈঠক ভেস্তে যায় বলে খবর। এরপরেই প্রতিবাদকারীরা স্পষ্ট জানান, নবান্ন অভিযান হবেই।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা গুলি খেতেও তৈরি। দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চনার শিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখতে করতে চেয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি মেলেনি।

আরও পড়ুনঃ ‘লক্ষ্মীর ভাণ্ডার নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’! দাবি তুললেন মুর্শিদাবাদের আক্রান্ত মহিলারা

জানা যাচ্ছে, গতকালই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিদের আলোচনার জন্য লালবাজারে ডেকে পাঠানো হয়। তবে প্রতিবাদকারীদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। সেই দাবি যদি না মানা হয়, তাহলে তাঁরা নিজেদের সিদ্ধান্ত অনড় থাকবে। সংশ্লিষ্ট সংগঠনের অন্যতম সদস্য আশিস খামরুই এমনটাই জানিয়েছেন।

প্রতিবাদকারীরা বলেন, ফের শিক্ষিত সমাজের ওপর লাঠি পড়বে, গুলি চলবে। রাজনৈতিক, অরাজনৈতিক, বুদ্ধিজীবী সহ সমাজের প্রত্যেক স্তরের মানুষদের দলীয় পতাকা ছাড়া আমরা আহ্বান জানিয়েছি। সবাই যাতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ায়, আমরা সেই আশা রাখছি।

Nabanna Abhijan

সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা গতকাল স্পষ্ট জানান, লালবাজারেরই শেষ আলোচনায় বসবেন তাঁরা। এরপর আর আলোচনার জায়গা নেই। আমাদের প্রচুর টাকা খরচ করে আসতে হয়েছে। বারবার একই কথা বলার জন্য না ডাকলেই পারতেন, বলেন তাঁরা।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। আবেদন জানানো হয়, রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে যে সকল শিক্ষক ‘অযোগ্য’ বা ‘দাগি’ নন, তাঁদের আপাতত চাকরিতে বহাল রাখা হোক। সেই দাবি মেনে নিয়েছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি হবেই, শুক্রবার জানিয়েছেন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X