‘নবান্ন অভিযান’ ঘিরে ধুন্ধুমার! লাঠিচার্জ, জলকামান থেকে কাঁদানে গ্যাস, ‘অতিসক্রিয়’ পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। আজ মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সংগ্রামী যৌথ মঞ্চও নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ইতিমধ্যেই জাতীয় পতাকা হাতে নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। দিকে দিকে চলছে আন্দোলন। এদিকে শান্তিপূর্ণ আন্দোলন ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ থেকে জল, কাঁদানে গ্যাস কিছুই বাদ রাখেনি পুলিশ।

রীতিমতো নবান্ন অভিযান রুখতে দুর্গে পরিণত করা হয়েছে শহর কলকাতার একাধিক জায়গা। সাঁতরাগাছিতে ধুন্ধুমার। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের উপর চড়াও হয়ে পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। আন্দোলন ছত্রভঙ্গ করতে সব রকম বলপ্রয়োগ করছে পুলিশ।

   

ওদিকে নবান্ন চত্বরে পুলিশি প্রহরা তুঙ্গে। পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে র‍্যাফ, কমব্যাট ফোর্স। ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে যুদ্ধক্ষেত্রের জায়গা নিয়েছে হাওড়া ব্রিজ। লাগতার কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। পাল্টা ইঁট, লাঠি ছুঁড়ছে আন্দোলনকারীরা। বিক্ষোভকাীদের দমাতে টানা জলকামান ছোড়া হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশকর্মী সহ একাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।

nabanna abhijan

আরও পড়ুন: মেইনটেনেন্স মাত্র ৬ পয়সা, হু হু করে চলবে ১ কিমি! বাজারে এল নয়া ই-রিকশা, চমকে দেওয়া ফিচার্স

হাওড়ার ময়দানে তুলকালাম! পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে পাল্টা আক্রমণ শুরু করেন বিক্ষোভকারীরা। ইট, পাথর নিয়ে দৌড়োতে শুরু করেন তারা। বিক্ষোভকারীদের তাড়ায় পিছু হটতে হয় পুলিশকে। চণ্ডীতলার IC- র মাথা ফেটেছে বলে জানা যাচ্ছে। আন্দোলনকারীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন তিনি। আহত পুলিশ অফিসারকে উদ্ধার করে নিয়ে যান আন্দোলনকারীরাই।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর