দু’জায়গায় জমায়েত! কোন পথে এগোবে নবান্ন অভিযান? রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়ার আগে জানুন

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে তেতে রয়েছে গোটা বাংলা। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আজ দুপুর ১টা নাগাদ জমায়েত শুরু হওয়ার কথা। কখন, কোথায় জমায়েত? কোন পথে মিছিল এগোবে? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিযানের যাত্রাপত্র।

কোন পথে এগোবে মঙ্গলের নবান্ন অভিযান (Nabanna Abhijan)?

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’এর তরফ থেকে ইতিমধ্যেই নবান্ন (Nabanna) অভিযানের যাত্রাপত্র প্রকাশ্যে আনা হয়েছে। কলেজ স্কোয়্যার ও সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে মূলত জমায়েতেরকথা বলা হয়েছে। এরপর এখান থেকে মিছিল এগোবে নবান্নের দিকে। জানা যাচ্ছে, কলেজ স্কোয়্যারের জমায়েত সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, ইডেন গার্ডেন্স, হেস্টিং হয়ে নবান্ন যাবে। অন্যদিকে সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে আরেকটি মিছিল পাড়ি দেবে গন্তব্যে।

   

এদিকে আজকের নবান্ন অভিযান নিয়ে রাজ্য পুলিশ অনুমতি দেয়নি। জানানো হয়েছে, প্রথমে এই কর্মসূচি নিয়ে কোনও অনুমতি চাওয়া হয়নি। এরপর সোমবার দুপুরে ২টি ইমেল আসে পুলিশের কাছে। কিন্তু সেখানে বেশ কয়েকটি সমস্যা থাকার কারণে অনুমতি প্রদান করা হয়নি।

আরও পড়ুনঃ ‘অস্বস্তি হচ্ছিল’! নামি পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! পুলিশের দ্বারস্থ শ্রীলেখা

পুলিশি অনুমতি না পেলেও আজ দুপুর ১টা থেকে কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি থেকে মিছিল শুরু হয়ে যায়। জনতা নবান্নর পথে এগোতে শুরু করতেই সাঁতরাগাছিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশকে (Kolkata Police) লক্ষ্য করে ছোঁড়া হয় লাঠি,প্ল্যাকার্ড।

Nabanna Abhijan Kolkata Police protest against RG Kar case

এরপর হাওড়া ব্রিজে মিছিল আসতেই আরও একদফা অশান্তি হয়। ব্যারিকেড ভাঙতেই পরিস্থিতি তেতে ওঠে। আন্দোলন (Nabanna Abhijan) ছত্রভঙ্গ করতে সর্বতভাবে চেষ্টা করছে পুলিশ। জলকামান ছোঁড়া থেকে লাঠিচার্জ বাদ যায়নি কিছুই। ঘটনার জেরে এক পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর