‘বডি চাই’! নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিও ফাঁস তৃণমূলের, আটক ২ বিজেপি নেতা

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাত পোহালে কী হয় সেদিকে নজর রয়েছে সকলের। ইতিমধ্যেই এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সম্প্রতি নবান্ন অভিযান (Nabanna Abhijan) নিয়ে গোপন ভিডিও প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই ভিডিও সূত্রে আটক করা হল দুই বিজেপি নেতাকে।

নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আগেই আটক দুই বিজেপি নেতা!

সোমবার সকালেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়, নবান্ন অভিযানের নামে গুলি চালানো, এমনকি খুনের ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির। সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘কালকের মিছিল ঘিরে একটা বড় চক্রান্ত চলছে। বিজেপি শকুনের রাজনীতি করছে। বলছে বডি চাই!’ নিজের বক্তব্যের স্বপক্ষে দু’টি ভিডিওয় প্রকাশ করেন তৃণমূল নেতা (ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)।

   

সেই ভিডিওয় দেখা যাচ্ছে, কেউ বলছেন ‘বডি চাই’। কারোর মুখে আবার শোনা যাচ্ছে, রবার বুলেট চলার কথা। ২৭ আগস্টের কর্মসূচি আদোয় শান্তিপূর্ণ হবে না বলেও শোনা গিয়েছে সেখানে। এবার এই সূত্রেই ঘাটালের দু’জন বিজেপি (BJP) নেতা, সৌমেন চট্টোপাধ্যায় এবং বাবলু গঙ্গোপাধ্যায়কে আটক করল পুলিশ।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের জের! রাজ্যের হাসপাতাল নিয়ে বিরাট উদ্যোগ সরকারের, শুরু হয়ে গেল কাজ!

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলের (Trinamool Congress) তরফ থেকে প্রকাশ্যে আনা গোপন ভিডিওয় এই দু’জনকে দেখা গিয়েছে। এর মধ্যে বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পুরসভার ৪ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। এছাড়া বিপ্লব মাল নামের এক বিজেপি নেতা পলাতক বলে খবর। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযোগের প্রেক্ষিতে দু’জনকে আটক করা হয়েছে। একজন পলাতক। আটক দু’জনকে গ্রেফতার করে তাঁদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে। এরপর আইনানুসারে পদক্ষেপ নেওয়া হবে’।

Nabanna Abhijan TMC BJP

মঙ্গলবারের নবান্ন অভিযান (Nabanna Abhijan) নিয়ে তৃণমূলের তরফ থেকে একগুচ্ছ অভিযোগ আনা হলেও বিজেপি অবশ্য সেগুলি নস্যাৎ করে দিয়েছে। পদ্ম শিবিরের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘আন্দোলন গতি পাওয়ার কারণে তৃণমূল হতাশায় ভুগছে। সেই কারণে এমন অদ্ভুত আচরণ’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর