বাংলা হান্ট ডেস্কঃ উৎসব শেষ হয়ে গেলেও এখনও কাটছে না খুশির আমেজ! এবার উৎসব শেষেই রাজ্যের এই কর্মীদের ভাতা বাড়ালেন বাড়ালো রাজ্য সরকার (Nabanna)। দীর্ঘ ছয় বছর পর রাজ্য সরকারের অস্থায়ী কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি পেল। বৃহস্পতিবার নবান্নের (Nabanna) অর্থ দপ্তরের তরফে এমনই একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।
‘কর্মবন্ধু’দের বেতন বাড়াল রাজ্য সরকার (Nabanna)
ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে এবার থেকে মাসে ৩ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা করে হাতে আসবে রাজ্যের কর্মবন্ধুদের। বছর শেষে ভাতা বৃদ্ধির খবর পেয়ে বেজার খুশি হয়েছেন তাঁরাও।
সেই সাথে বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, ভাতা বৃদ্ধির খবর আজ ঘোষণা করা হলেও এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে গত ১ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ এখন থেকে তাঁরা যে নতুন বেতন পাবেন তার সাথে আগের দু মাসের ভাতাও যোগ করা হবে।
প্রসঙ্গত সেই ২০১৮ সাল থেকে এতদিন পর্যন্ত ৩০০০ টাকা করেই মাসিক বেতন পাচ্ছিলেন রাজ্যের কর্ম বন্ধুরা। বহুদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। অবশেষে ৬ বছর পর ভাতা বৃদ্ধি পাওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই কর্মচারী সংগঠন। বেতন বৃদ্ধি পাওয়ায় এদিন এই কর্মচারী সংগঠন রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে।
আরও পড়ুন: পড়ুয়াদের ট্যাব কেনার টাকা চুরি হল কীভাবে? তদন্তে নেমেই পুলিশের জালে ১০
এ প্রসঙ্গে তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক,জানিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করছিলাম। এতদিনে রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই।’
মূলত ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দপ্তরের অধীনে কাজ করেন এই কর্মবন্ধুরা। এই পদে যারা কাজ করেন তারা মূলত সাহায্যকারী হিসেবেই কাজ করেন।সাফাই কাজ কিংবা রাতের পাহারাদার হিসেবে কাজের সুযোগ পান তাঁরা। যা রাজ্য সরকারের অধীনস্থ আংশিক সময়ের কাজ। রাজ্যের বিভিন্ন দপ্তরে সাহায্যের জন্যই এই কর্মীদের নিয়োগ করা হয়েছিল।