পশ্চিমবঙ্গে হতে চলেছে সাড়ে চার হাজার মহিলা কনস্টেবল নিয়োগ, এরা পাবেন অগ্রাধিকার

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য পুলিশ নিয়োগের ক্ষেত্রে সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য, কলকাতা এবং বিভিন্ন পুলিশ কমিশনারেট মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার মহিলা কনস্টেবল নিয়োগ করার সিদ্ধান্ত নিল নবান্ন। এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়।

সংবাদমাধ্যমের খবর, ওই বৈঠকে মহিলা কনস্টেবল নিয়োগ এর ব্যাপারে অনুমোদন দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় পুলিশের মহিলা ব্যাটেলিয়ান তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন।

নবান্ন থেকে নিয়োগের ব্যাপারে বেশ কিছু ব্যাপারে এদিন জোর দেওয়া হয়। সূত্রের খবর, যেসব মহিলারা ক্যারাটে কিংবা তাইকোন্ডুতে প্রশিক্ষণ নিচ্ছে কিংবা নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা করে থাকে, নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এক্সট্রা ক্যারিকুলার এক্টিভিটি যাদের রয়েছে, তারাও বিশেষ অগ্রাধিকার পেতে চলেছে।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক মাসে বেশ কিছু ঘটনা সরকারের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। রামপুরহাট থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কাণ্ডে মুখ পুড়েছে সরকারের। একাধিক আন্দোলন ও বিরোধীদের আক্রমণের ফলে দিন দিন কোণঠাসা হয়ে পরেছে তৃণমূল দল। তাই এই অবস্থায় বর্তমানে সরকার নতুন করে মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে চাইছে। তাই রাজ্য পুলিশ কনস্টেবলের নিয়োগের জন্য রাজ্যের খুব একটা সঙ্গতি না থাকলেও বর্তমানে বিপুল পরিমাণ নিয়োগের পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। তবে কারণ যাই হোক না কেন, রাজ্য পুলিশ বিভাগে নিয়োগের এই খবরে স্বভাবতই মুখে হাসি ফুটেছে রাজ্যের একাধিক মানুষের।


Sayan Das

সম্পর্কিত খবর