বাংলা হান্ট ডেস্কঃ বৈশাখী দহনে পুড়ছে বাংলা। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টি হয়েছে। যার জন্য সেভাবে দাবদাহ অনুভূত হয়নি। তবে সোমবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। এই আবহে জলের চাহিদা (Water Crisis) মেটাতে বড় উদ্যোগ নিল নবান্ন (Nabanna)। রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলিতে পানীয় জলের অসুবিধা যাতে না হয়, সেই কারণে বড় পদক্ষেপ গ্রহণ করা হল।
কী উদ্যোগ নিয়েছে নবান্ন (Nabanna)?
গরমকাল পড়তেই হু হু করে বেড়েছে পানীয় জলের চাহিদা। এই আবহে গ্রাম বাংলায় যাতে পানীয় জলের অসুবিধা না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নবান্ন। দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর (Public Health Engineering Department)। সেই নম্বরগুলি হল, ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬।
কোথাও যদি জলের সমস্যা দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই নম্বরগুলিতে হোয়্যাটসঅ্যাপ (WhatsApp) করে অভিযোগ জানানো যাবে। তড়িঘড়ি যাতে সমস্যার সমাধান করা যায়, সেই জন্য ব্লকভিত্তিক কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন ব্লক লেভেল জুনিয়র ইঞ্জিনিয়ার, অপারেটররা। তাঁদের কাজ হল, যথা সময়ে সমস্যার স্থানে পৌঁছে সমাধান করা।
আরও পড়ুনঃ বিয়ের জন্য বিছানায় শুইনি, দু’জনের সম্মতিতে শুয়েছি! বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
জোড়া হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করার পাশাপাশি গ্রীষ্মকালে (Summer) পানীয় জলের সমস্যা দূর করতে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
ব্লক স্তরে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধি করতে কর্মশালার আয়োজন করা হচ্ছে। সেখানে থাকছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও), থানার আইসি বা ওসি, ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার ও সেই এলাকার জনপ্রতিনিধিরা। এছাড়া জল সরবরাহ বৃদ্ধি করতে পাম্পিংয়ের সময় বাড়ানো হয়েছে, ভূগর্ভস্থ জলস্তর দ্রুত নেমে যাওয়ার দিকে নজর রেখে ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কের সংখ্যা বাড়ানো হয়েছে এবং ‘জলস্বপ্ন’ প্রকল্পে জল সংযোগগুলিতে ‘ড্রাই ট্যাপ’ যাতে না থাকে, সেই দিকে নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, মার্চ মাস থেকে ভ্যাপসা, অস্বস্তিকর গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী। চৈত্রের শেষ লগ্ন থেকে ঝড়বৃষ্টির সিলসিলা শুরু হওয়ায় দাবদাহ থেকে খানিক রেহাই মিলেছিল। তবে নতুন সপ্তাহ থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। তার আগেই জল সমস্যা দূর করতে একাধিক উদ্যোগ নিল নবান্ন (Nabanna)। হেল্পলাইন নম্বর চালু সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।