রমরমিয়ে বিক্রি হচ্ছে কীটনাশক মেশানো দার্জিলিং-চা! বিরাট পদক্ষেপ নিল নবান্ন

বাংলা হান্ট ডেস্কঃ দার্জিলিং-এর চা স্বাদে-গন্ধে বিশ্ব সেরা। বিশেষ করে চা প্রেমীদের কাছে এই চায়ের তুলনা নেই। দার্জিলিং-এ ঘুরতে এলেই  পর্যটকদেরও ভিড় উপচে পড়ে চায়ের দোকানগুলিতে। দার্জিলিং গেলে কেউই দার্জিলিংয়ের চা খাওয়ার সুযোগ মিস করেন না। আবার অনেকেই দার্জিলিংয়ের চা পাতা কিনে আনেন, বাড়িতে বসে সেই স্বাদ উপভোগ করার জন্য। কিন্তু এবার এই চা নিয়েই উঠল এক গুরুতর অভিযোগ। তারপরেই বড় সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)।

কীটনাশক মেশানো দার্জিলিং-চা বিক্রির অভিযোগ মিলতেই বড় পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)

নেপাল এবং অসম থেকে কীটনাশক মেশানো চা চোরা পথে ঢুকে পড়ছে দার্জিলিংয়ে। আর বিক্রি হচ্ছে দার্জিলিং চা হিসাবে। এই অভিযোগ সামনে আসতেই এবার নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। চোরা পথে আসা, কীটনাশক মিশ্রিত চা বিক্রি বন্ধ করতে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছেন নবান্ন (Nabanna)।

চা শিল্পের উন্নয়ন এবং তার গুণগত মান-ও যাচাই করবে এই  টাস্ক ফোর্স। একইসাথে এই সমস্ত চায়ের জন্য পরীক্ষাগার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দার্জিলিংয়ে কীটনাশক মিশ্রিত চা বিক্রির অভিযোগ মিলতেই মঙ্গলবার চা বাগান এবং চা শিল্প নিয়ে বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

আরও পড়ুন: TET দুর্নীতিতে ‘প্রভাবশালী যোগ’! নেপথ্যে কাদের সুপারিশ? তোলপাড় করা তথ্য সামনে

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, শ্রম সচিব অবনীন্দ্র সিং ও সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা। এছাড়াও হাজির ছিলেন টি–বোর্ডের প্রতিনিধি ও চা বাগানের মালিক সংগঠন।

Nabanna

 প্রস্তাবিত টাস্ক ফোর্সের কাজ কি হবে?

হামেশাই চা বাগান থেকে কাঁচা চা-পাতা তোলার অভিযোগ ওঠে। নবান্ন সূত্রে খবর, প্রস্তাবিত টাস্ক ফোর্সের কাজ হবে ওই কাঁচা চা পাতা তোলা বন্ধ করা। এছাড়াও চোরা পথে যে কীটনাশক দেওয়া চা ঢুকছে সেটাও বন্ধ করতে তৎপর তারা। এদিনের বৈঠক থেকে এমনই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর