বাস চালানো, চা দোকান খোলা নিয়ে বড় সিধান্ত নবান্নের, মিলবে বেশকিছু ছাড়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের লক ডাউন ঘোষণা করেছেন। তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে ৪ মে থেকে।এদিকে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার। এর মধ্যে কেন্দ্রীয় সরকার বেশ কিছু ছাড় দেওয়া যেতে পারে বলে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারও কিছু সিদ্ধান্ত নিয়েছে। তারাও এবার কিছু ক্ষেত্রে ছাড় দিতে চান। তাই সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানান

জেলার মধ্যে বাস চলাচল হতে পারে কিন্তু কোনও বাসেই একসঙ্গে ২০ জনের বেশি যাত্রী থাকতে পারবেন না। যে সব বাসের রুটে একাধিক জেলা রয়েছে তাদের স্থানীয় আরটিও-র কাছে আবেদন করে রুট বদলে নিতে হবে।

IMG 20200504 WA0042

কিন্তু এই বাস অন্যত্র যাবে না বলা যেতে পারে এটা জেলার মধ্যেই শুধু চলাচল করবে। তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিস খোলার ক্ষেত্রেও নতুন ছাড় দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অফিস খোলা রাখা যাবে। কিন্তু সেই ক্ষেত্রে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এমনকি কেউ যদি গাড়ির করে যান সেই দিকেও খেয়াল রাখতে হবে।

এদিকে সংক্রমন বাড়াতে না চাওয়ার জন্যই প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট জনের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তবুও যেন সংক্রমন কমছে না। কারণ কিছু লক অবাধে এদিকে ওদিকে বিচরণ করে যাচ্ছে, আবার লক ডাউন অমান্য করে বাজার দোকানেও যাচ্ছে। মিষ্টির দোকান খোলা থাকবে সন্ধে ৭টা পর্যন্ত।তবে মল খোলা থাকবে না, এমনকি সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খুলে রাখা যাবে শুধু প্রয়োজনীয় সামগ্রীর দোকান।


সম্পর্কিত খবর