বাংলা হান্ট ডেস্কঃ নববর্ষের আগেই নয়া তালিকা প্রকাশ। বুধবার অফিসারদের নামের তালিকা প্রকাশ করেছে নবান্ন (Government of West Bengal)। সেখানে দেখা গিয়েছে, বেশ কয়েকটি বিভাগে নতুন আধিকারিকদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। নজর কেড়েছে স্বাস্থ্য দফতরে নতুন নামও। কোন বিভাগে কোন অফিসারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল দেখে নেওয়া যাক।
নবান্নের (Government of West Bengal) নয়া তালিকায় কোন অফিসারদের নাম?
আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফ থেকে স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) সচিবকে সরানোর দাবি তোলা হয়েছিল। যদিও সেই সময় তা মানেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সচিবকে সরানো হবে না বলে জানিয়ে দেন তিনি। এরপর কয়েক মাস যেতে না যেতেই স্বাস্থ্য দফতরের নতুন যুগ্ম সচিবের নাম ঘোষণা করল নবান্ন।
বুধবার নবান্নের (Government of West Bengal) তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম রয়েছে বিবেক কুমারের। স্বাস্থ্য দফতরের নয়া যুগ্ম সচিবের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে স্বাস্থ্য সচিব পদে কোনও বদল করা হয়নি। সেই পদে এখনও নারায়ণ স্বরূপ নিগমই রয়েছেন।
আরও পড়ুনঃ ফিরল সবার চাকরি? সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি
স্বাস্থ্য দফতরের পাশাপাশি আরও বেশ কয়েকটি বিভাগে নতুন আধিকারিকদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পর্যটন দফতরের ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন অভিষেক কুমার তিওয়ারি। ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বিভাগের সচিব জগদীশ প্রসাদ মিনা এবং নন কনভেনশনাল অ্যান্ড রিইউজেবল এনার্জি সোর্সের ডিপার্টমেন্টের সচিবের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইয়েলুচুরি রত্নাকর রাওয়ের হাতে।
এছাড়া পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা তথা হিডকোর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে শশাঙ্ক শেঠির নাম ঘোষণা করা হয়েছে। কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ড. রাজেশ কুমার এবং পরিবেশ দফতরের সচিব পদে রোহিণী সেনকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন বছরের আগেই এই নতুন পদে আধিকারিকদের দায়িত্ব তুলে দেওয়া নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। রিপোর্ট বলছে, এর নেপথ্যে বিশেষ কোনও কারণ নেই। নবান্নের (Government of West Bengal) তরফ থেকে যে আধিকারিকের হাতে যে বিভাগের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, এবার থেকে তাঁকে সেই দায়িত্ব সামলাতে দেখা যাবে।