সরকারি প্রকল্পে কড়াকড়ি নবান্নের! জারি হল নয়া বিজ্ঞপ্তি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে হামেশাই সরব হতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বারবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এবার ‘বদনাম ঘোচাতে’ সমস্ত প্রকল্পের কাজের অগ্রগতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন (Nabanna)। জানা যাচ্ছে, সেই লক্ষ্যেই ‘ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ (ইউপিএমএস) পোর্টালে সমস্ত প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য-পরিসংখ্যান দাখিল করার জন্য সমস্ত দপ্তরকে সংযুক্ত করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government Of West Bengal)।

সব প্রকল্পের তথ্য পেতে পোর্টাল নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের (Nabanna)

প্রসঙ্গত ইতিপূর্বে একাধিক প্রশাসনিক বৈঠক থেকে সরকারি কাজে নজরদারির অভাব নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মাঝপথে কাজ বন্ধ করে দেওয়া থেকে শুরু করে সরকারকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও। আর তাই এবার সমস্ত অনিয়ম রুখতেই সব দফতরকে একসাথে সরকারি পোর্টালে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য জানানোর বিজ্ঞপ্তি জারি করা হল।

নবান্ন (Nabanna) সূত্রে খবর এতদিন পর্যন্ত এই পোর্টালে পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ, জলসম্পদ, কেএমডিএম এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের অধীনস্থ সমস্ত প্রকল্পের তথ্য জমা করা হত। তবে জানা যাচ্ছে ,এবার এই সমস্ত প্রকল্পের রোজকার খতিয়ানও জমা করতে হবে। আগামীদিনে দ্রুততার সাথে এই সমস্ত প্রকল্পের কাজ শেষ করার টার্গেট নিয়েছে রাজ্য সরকার। তাই এবার সমস্ত সরকারি আধিকারিকদের জন্য বিশেষ এই অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। এরফলে এবার সমস্ত সরকারি আধিকারিকদের ঘরে বসে রিপোর্ট দেওয়ার দিন শেষ হতে চলেছে।

আরও পড়ুন: উচ্চ-মাধ্যমিকের নতুন সিলেবাস নেই ইংরেজি বইতে! কি করবেন পড়ুয়ারা? জানাল সংসদ

নয়া বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই নতুন ইউপিএমএস পোর্টালে এবার থেকে সমস্ত সরকারি দপ্তরের প্রকল্পের তথ্য জমা করতে হবে। এমনকি  গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে তা কার্যকর হওয়াও শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এপ্রসঙ্গে জানিয়েছেন,’প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গতিশীলতা বজায় রাখতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’

Nabanna

প্রসঙ্গত বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই আনুষ্ঠানিক ভাবে প্রতিমন্ত্রী চন্দ্রিমা কিছু না বললেও প্রশাসন এবং শাসকদলের অনেকেরই বক্তব্য, ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখেই তড়িঘড়ি এই পদক্ষেপ নিয়েছে নবান্ন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X