অফলাইন বন্ধ! চালু হচ্ছে নতুন নিয়ম, বাতিল হবে পুরনো আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পুলিশ কর্মীদের জন্য এবার নতুন নিয়ম চালু করছে রাজ্য প্রশাসন। নবান্ন (Nabanna) সূত্রে  জানা যাচ্ছে এরফলে এবার বদলে যাচ্ছে, পুলিশ কর্মীদের পোস্টিং ও বদলি সংক্রান্ত নিয়ম। বলা হচ্ছে, এবার থেকে পুলিশ কর্মীদের বদলি ও পোস্টিংয়ের জন্য শুধুমাত্র মোবাইল অ্যাপ পিপিএমএস অ্যাপ ও ই-এইচআরএমএস পোর্টাল ব্যবহার করতে হবে। পুরনো নিয়ম বাতিল হতে যাওয়ায় এবার থেকে আর লিখিত আবেদন গ্রহণ করা হবে না। জানা যাচ্ছে, এই নতুন পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে আবেদন করার সময়সীমা ১৮ মার্চ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ধার্য করা হয়েছে।

রাজ্যের পুলিশদের জন্য বিরাট পদক্ষেপ নবান্নের (Nabanna)

জানা যাচ্ছে, বিভিন্ন পদের দায়িত্বে থাকা রাজ্যের পুলিশরা এবার থেকে বদলির জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। তাঁদের লিখিত আবেদন আর গ্রহণ করা হবে না। এমনকি বাতিল করে দেওয়া হবে তাদের পুরনো আবেদনও। তবে সূত্রের খবর, পুলিশদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর আর কোনো লিখিত আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া, পূর্বে জমা দেওয়া বদলির সকল আবেদনপত্র বাতিল হয়ে যাবে। শুধু যাঁরা   অনলাইনে আবেদন করবেন তাদের আবেদনগুলিই গ্রহণ করা হবে।

নবান্ন (Nabanna) সূত্রে খবর নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারী সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারী সাব-ইনস্পেক্টর (মোটর পরিবহন), কনস্টেবল, মহিলা কনস্টেবল এবং পুলিশ ড্রাইভার প্রত্যেকেই নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। জানা যাচ্ছে, সাধারণ বদলির জন্য ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। যদি শারীরিক অসুস্থতার কারণে কারও বদলির প্রয়োজন হয় তাহলে তার জন্য সারা বছরই আবেদন করা যাবে।

আরও পড়ুন: যেখানেই দাঁড়াবে ৫০ হাজার ভোটে হারবে শুভেন্দু! বিশাল চ্যালেঞ্জ তৃণমূলের

Nabanna

জানা যাচ্ছে,পুলিশ কর্মীদের সুবিধার্থে এবার প্রতিটি জেলা ও ইউনিটের সদর দফতরে একটি ‘সহায়তা কেন্দ্র’ গড়ে তোলা হবে। প্রয়োজনে  আবেদনকারীদের সাহায্য করবেন প্রশিক্ষিত পুলিশ কর্মীরা। এছাড়া দ্রুত এই নির্দেশিকা কার্যকর করতে এবং সংশ্লিষ্ট সব পুলিশ কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে জেলা ও ইউনিটগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর