রামনবমী বড় টার্গেট বিজেপির! আগাম সতর্ক করল নবান্ন  

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে রামনবমী নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। তবে অতীতে এই উৎসবের আনন্দ মাটি করে দিয়েছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা। রামনবমীকে কেন্দ্র করে বিগত কয়েক বছরে রাজ্যের একাধিক জায়গা থেকে উঠে এসেছে একাধিক হিংসার ঘটনা। সেই ঘটনার তদন্ত করেছে এনআইএ এবং এই হিংসার ঘটনায় গ্রেফতারিও হয়েছে তাঁদের হাতে। তবে ওই ধরনের কোনো হিংসামূলক ঘটনা যাতে আর না ঘটে তার জন্য এবার আগে থেকেই কড়া পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)।

রামনবমীর আগে বিরাট পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)

আগামী ৬ এপ্রিল গোটা দেশজুড়ে ধুমধাম করে পালন করা হবে রামনবমী। পশ্চিমবঙ্গেও যাতে এই উৎসবের কোনো খামতি না থাকে তার জন্য রামনবমীর দিন কয়েক লক্ষ লোক নামানোর আগাম হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনের উদ্দেশ্যে রীতিমতো ‘দেখে নেওয়ার’ হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন কড়া হুঁশিয়ারির পর এবার বড় পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)। সূত্রের খবর এবছর রামনবমীর দিন নতুন করে আর কোনো মিছিলের অনুমতি দেওয়া হবে না। বৃহস্পতিবার জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করে একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ (Manoj Pant)। রামনবমীকে কেন্দ্র করে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এখন থেকেই প্রত্যেকটি থানাকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘মোট পাঁচ-ছ’জন…’, ‘সেই রাতে’ ডিউটিতে থাকা অমিত যা বললেন! আর জি কর কাণ্ডে তোলপাড়

প্রসঙ্গত বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হাতিয়ার হতে চলেছে ধর্ম। ইতিমধ্যে বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে হিন্দুত্বের জিগির তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে বাংলায় হিন্দুত্বের আরও জাগরণ ঘটানোর চেষ্টা করবে বিরোধী শিবির।

Nabanna Government of West Bengal Government scheme

সেদিক দিয়ে দেখলে আসন্ন রামনবমী বিজেপির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ‘টার্গেট’। অন্যদিকে অশান্তি রুখতে মরিয়া রাজ্য প্রশাসন। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে রামনবমীতে অশান্তি এড়াতে এখন থেকেই আগাম সর্তকতা অবলম্বন করছে নবান্ন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর