কড়া বার্তা দিল নবান্ন! একই থাকবে আলুর দাম? নাকি কমবে? আমজনতার জন্য এবার নয়া আপডেট

বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত বেড়ে চলেছে আলুর (Potato Price) দাম। এই আবহে বুধবার নবান্ন থেকে এল কড়া বার্তা। জানা গেছে, একটি বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, বেশিদিন আলু (Potato) হিমঘরে মজুত করা চলবে না। প্রয়োজন হলে হিমঘর অভিযান হবে। বুধবার নবান্নের (Nabanna) পক্ষ থেকে কড়া বার্তা আসার পর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তুলে নেয় কর্মবিরতি।

আলুর (Potato) মূল্য একই থাকবে নাকি কমবে?

সূত্রের খবর, এদিন নবান্ন থেকে কড়া বার্তায় জানানো হয় বেশি দিন আলু (Potato) মজুত করে রাখা যাবে না হিমঘরে। যদি দরকার হয় তাহলে হিমঘর অভিযান হবে। নবান্নের এই কড়া বার্তার পরই নিজেদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। জানা গেছে, বুধবার কৃষি দফতরের সচিব, জেলাশাসক ও পুলিশকর্তাদের বৈঠকে মুখ্যসচিব জানান, হিমঘরের ২০ শতাংশ আলুর মালিকানা রয়েছে রাজ্য সরকারের।

   

আরোও পড়ুন : ওরেব্বাবা! এত্ত বড় নাম রেল স্টেশনের! এক নিঃশ্বাসে উচ্চারণ করাই তো চ্যালেঞ্জ! জানেন কোথায়?

সেই আলু (Potato) বাজারে এনে বাড়াতে হবে জোগান। তারপর প্রয়োজন হলে রাজ্য সরকার ২৬ টাকা দরে আলু কিনে বিক্রি করবে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, প্রশাসন মনে করছে যদি বাজারে আলুর জোগান বৃদ্ধি পায় তাহলে কমতে পারে দাম। জোগান বৃদ্ধির জন্য রাজ্য সরকার ভিন রাজ্যে আলু (Potato) পাঠানো বন্ধ করেছে। সেই প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

আরোও পড়ুন : আরেব্বাস! মাইনে ৫০ হাজার! জনপ্রিয় ‘এই’ সংস্থায় চলছে কর্মী নিয়োগ, মিস করলেই হাত কামড়াবেন

সেই সমস্যার সমাধানে বুধবার বৈঠকের আয়োজন করা হয় হুগলির হরিপালে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক-সহ অন্যান্যরা। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় কর্মবিরতি প্রত্যাহার করার। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার কথায়, ‘এই পরিস্থিতিতে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল। মানুষের স্বার্থে তারা কর্ম বিরতি প্রত্যাহার করে নিল।২৬টাকা মূল্যে হিমঘর থেকে আলু বের হবে। আজ থেকে হিমঘর থেকে আলু বের হবে। এবং আগামী কাল থেকেই দাম নিয়ন্ত্রণে আসবে।’

Potato 6

 

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, ‘আমরা কর্মবিরতি থেকে সরে এলাম। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমাদের পদ্ধতি গত কিছু ভুল ছিল। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করলাম। আগামীকাল থেকে আলু বিভিন্ন বাজারে যাওয়া শুরু হলেই দাম নিয়ন্ত্রন এ চলে আসবে। আগে হিমঘর থেকে আলু বের হবার মূল্য ছিল ২৫থেকে ২৬টাকা, সেই দামই বজায় থাকবে।’

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর