বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেনের বিষয়ে স্বচ্ছতা আনতে এবার এক অভিনব পদক্ষেপ নিচ্ছে নবান্ন (Nabanna)। সরকারের বিভিন্ন প্রকল্প ছাড়াও ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিরুদ্ধেও হামেশাই উঠে আসে ‘রাজস্ব ফাঁকি’ দেওয়ার অভিযোগ। এবার এই অভিযোগ ঠেকাতেই নতুন অর্থবছর থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আয় ব্যয়ের উপর সজাগ দৃষ্টি রাখতে চলেছে নবান্ন।
রাজস্ব ফাঁকি ঠেকাতে নতুন নিয়ম আনল নবান্ন (Nabanna)
আজকের এই ডিজিটাল যুগেও এখনও পর্যন্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে হাতে লেখা রসিদের ওপরের ভিত্তি করেই লেনদেন হয়ে থাকে। এবার সেই পুরনো পদ্ধতি বন্ধ হতে চলেছে। যুগের সাথে তাল মিলিয়ে রোজকার আয় ব্যয় হিসাবে আরও স্বচ্ছতা আনতে এবার চালু করা হচ্ছে একটি নতুন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে এবার আর্থিক লেনদেন করা হবে। অনলাইনে সমস্ত হিসেব নথিভুক্ত করার জন্য নবান্নের (Nabanna) তরফে আগামী ১ এপ্রিল থেকে চালু করা হচ্ছে এই ‘সহজ-সরল’ পোর্টাল।
পঞ্চায়েত স্তরে যাতে আর কোনো দুর্নীতি স্পর্শ করতে না পারে তার জন্য এবার এই সহজ-সরল পোর্টালের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে নিতে হবে। অভিযোগ এতদিন হাতে লেখা রসিদের ক্ষেত্রে তা খালি চোখে দেখা যেত না।এমনকি মাঝেমধ্যেই অনেক টাকার হিসাব মেলানো যেত না বলেও অভিযোগ উঠেছে। কিন্তু সেই সমস্ত টাকা কোথায় যেত? এবার মাথাচাড়া দিচ্ছে এমনই প্রশ্ন।
আরও পড়ুন: ‘জালি হিন্দুদের…’ মুসলিম নয়, এবার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ‘এদের’ বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর
প্রসঙ্গত আগে গ্রাম পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেনে, গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল কাজ করত। এদের মধ্যে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির স্তরে ব্যবহার করা হতো সরল। এবার এই তিনটি স্তরেই একসাথে সহজ সরল পোর্টাল ব্যবহার হবে। পঞ্চায়েত দফতর সূত্রে খবর ইতিমধ্যেই জেলা শাসকদের এই পোর্টাল ব্যবহার করার নির্দেশিকা পাঠানো হয়েছে।
পঞ্চায়েত স্তরে রাজস্ব ফাঁকি ঠেকাতে এই পোর্টাল চালু করা হলেও এই ‘আগামীদিনে এই পোর্টালের মাধ্যমে নজর রাখা হবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। জানা যাচ্ছে, যে টাকা খরচ হচ্ছে এবং যে টাকা আয় হচ্ছে সেই তথ্য-ও নথিভুক্ত করা যাবে এই ‘সহজ–সরল’ পোর্টালে। যার ফলে কোন খাতে কত খরচ হচ্ছে সেই তথ্যও জানা যাবে। এই ভাবেই আগামীদিনে পঞ্চায়েত স্তরের আয়–ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি হবে।
ন্যাশনাল অ্যাকাউন্ট কোডিফিকেশন অনুযায়ী এবার থেকে কোন খাতে কত খরচ করা যাবে তারও হিসাব বেঁধে দেওয়া হয়েছে। এই নতুন পদ্ধতিতে পঞ্চায়েতগুলির নিজস্ব আয়ের টাকা নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া খরচ করা যাবে না। অর্থাৎ একটি খাতের টাকা অন্য খাতে খরচ করা যাবে না। এছাড়া এই পোর্টালের সাথে যুক্ত হচ্ছে, অনলাইন ট্রেড লাইসেন্স, পঞ্চায়েত পর্যটন, বিল্ডিং প্ল্যান, টেন্ডার সবকিছুই।