বাংলা হান্ট ডেস্কঃ সামনেই ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন। কেন্দ্রে বিজেপি সরকার থেকে শুরু করে বিরোধী শিবির সকলেই নিজেদের মনোনীত পদপ্রার্থীকে জেতানোর লক্ষ্যে অবিচল রয়েছে। এর মাঝেই বিরোধী শিবিরের পক্ষ থেকে প্রাক্তন বিজেপি সাংসদ যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়। তাদের এই ঘোষণা করার কিছু মুহূর্ত পরেই নিজেদের সিদ্ধান্ত জানায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তারা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম প্রস্তাবিত করে। এই ঘোষণা হওয়ার পরেই দ্রৌপদী মুর্মু বিজেডি দলের প্রধান তথা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নিকট তাঁকে সমর্থন করার জন্য অনুরোধ করে বসেন। এই প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি?
লোকসভা নির্বাচনের পূর্বে এই রাষ্ট্রপতি নির্বাচনকেই পাখির চোখ করেছে সকলে। রাষ্ট্রপতি ভোটে জেতার ব্যাপারে একপ্রকার নিশ্চিত রয়েছে বিজেপি শিবির। তবে হাল ছাড়তে নারাজ বিরোধী জোটও। তারা নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে যেকোনভাবেই বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৎপর। তবে এর মাঝেই বিজেপি নেতা নবীন পট্টনায়কের প্রতিক্রিয়া প্রাসঙ্গিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পরেই দ্রৌপদী মুর্মু বিজু জনতা দল(BJD)-র কাছে সমর্থনের আশা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে এদিন নবীন পট্টনায়ক জানান, “দ্রৌপদী মুর্মুর নাম বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা আমাদের রাজ্যের জন্য গর্বের মুহূর্ত। এই প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আমার সঙ্গে আলোচনা করেন। আমি বর্তমানে খুব খুশি হয়েছি, এটা আমাদের উড়িষ্যার জন্য ভালো দৃষ্টান্ত।” তাঁর এই বক্তব্যের পর দলের পক্ষ থেকে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে।
Congratulations Smt #DraupadiMurmu on being announced as candidate of NDA for the country’s highest office. I was delighted when Hon’ble PM @narendramodi ji discussed this with me. It is indeed a proud moment for people of #Odisha.
— Naveen Patnaik (@Naveen_Odisha) June 21, 2022
প্রসঙ্গত, উড়িষ্যার ময়ূরভঞ্জর রায়রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। পরবর্তীকালে 2015 থেকে 2021 সাল পর্যন্ত ঝাড়খণ্ডে রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন তিনি। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক কৃতিত্ব।
খুব ছোট বয়সেই রাজনৈতিক কেরিয়ার শুরু করেন দ্রৌপদী। কাউন্সিলর হিসেবে যাত্রা শুরু করলেও 2000 সালে উড়িষ্যার রায়রাংপুর থেকে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন তিনি। এছাড়াও রাজ্যের পরিবহন ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী থাকার পাশাপাশি মৎস্য এবং পশুপালন সেক্টরের দায়িত্ব সামলান দ্রৌপদী মুর্মু। পরবর্তীতে উড়িষ্যার সেরা বিধায়ক হিসেবে তাঁকে সম্মান প্রদান করা হয় আর এরপরেই 2015 সালে ঝাড়খণ্ডে রাজ্যপাল পদে নিযুক্ত হন তিনি। তবে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করে দেশের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেন কিনা দ্রৌপদী মুর্মু, সেটাই এখন বড় প্রশ্ন।