বাংলা Hunt :গতকালই ভাইরাল হয় নচিকেতার বিখ্যাত গান ‘কাটমানি’। গতকাল তিনি তার সোশ্যাল সাইটে একটি গান পোস্ট করেন, সেখানে তার গলায় নাম না করে রাজ্য সরকারের একাধিক ইস্যুকে তুলে ধরা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গরীব মানুষের উন্নয়নের টাকা নিতে বাধ্য করছেন, সেই সময় তিনি বলেন কোন রকম কাটমানি নিয়ে গরিব মানুষের পরিষেবা থেকে বঞ্চিত রাখা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে আজ আনুষ্ঠানিক ভাবে নচিকেতা কাটমানি গানটি প্রকাশ করেন।
সেই প্রসঙ্গ বেশ কিছুটা চাপে শাসক দল এবং বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সংসদ লকেট চট্টোপাধ্যায় নচিকেতার এই গান কে কুর্নিশ জানিয়েছেন কিন্তু নচিকেতা জানিয়েছেন এই গান ভারতবর্ষের সমস্ত দুর্নীতিবাজ নেতা এবং মন্ত্রীর জন্য, কাউকে উদ্দেশ্য করে গানটি লেখা হয়নি
কিন্তু বাস্তবে যেসব নেতা মন্ত্রীরা গরিব মানুষের টাকা নয় ছয় করছে তাদের জন্যে এই গানটি লেখা হয়েছে।