নচিকেতাকে বিজেপিতে স্বাগত লকেট, তাহলে কি বিজেপিতে নচিকেতা?

বাংলা হান্টঃগতকাল বাংলার কিংবদন্তি গায়ক নচিকেতা তিনি সোশ্যাল সাইটে কাটমানি নামে একটি গান প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি সরকারের একাধিক বিষয়ে সমালোচনা করছে।

ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে এবং কোন কাটমানি খাওয়া চলবে না। এরপর জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। সেই বিক্ষোভের মধ্যে আজ শিল্পীর কাটমানি গান। গায়ক নচিকেতা জানিয়েছেন এই গানটি ভারতবর্ষের যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে গান।

এই পরিপ্রেক্ষিতে বিজেপির কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইট করে নচিকেতাকে সাহসিকতার কুর্নিশ জানিয়েছেন এবং বিজেপি অন্যতম সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন যে নচিকেতা অবশ্যই রাজ্যের অন্যতম কিংবদন্তি শিল্পী তাকে আমাদের রাজ্যে বিজেপি দলে স্বাগতম কিন্তু

3caa0 screenshot 2019 0623 163300নচিকেতা গানটি কে কোন রাজনৈতিক উদ্দেশ্য করেনি বলে তিনি একটি বেসরকারি চ্যানেলে বলেন নচিকেতা। এই গান ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

সম্পর্কিত খবর