‘আমি শা* রোগা হলেই মৃত্যুশয্যায়!’ অনুষ্ঠানের মাঝে মেজাজ হারালেন নচিকেতা

বাংলাহান্ট ডেস্ক: স্পষ্টবক্তা বলে বিশেষ পরিচিতি রয়েছে তাঁর। তিক্ত সত্যও মুখের উপরেই বলে দেন তিনি। তাঁর কণ্ঠে প্রাণ পায় জীবনমুখী গান। আবার তেমনি তাঁর মতামত নিয়েও চর্চা কম হয় না। তিনি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। কিছুদিন আগেই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। নিজেই সেকথা জানিয়ে অনুষ্ঠান বাতিলের খবর দিয়েছিলেন গায়ক। কিন্তু শারীরিক পরিস্থিতি নিয়ে অবাঞ্ছিত কিছু ভুয়ো রটনার জেরে মেজাজ হারান তিনি।

বছরের শুরুর দিকেই কানাঘুঁষো ছড়িয়েছিল, নচিকেতা চক্রবর্তী অসুস্থ। তবে সে সময়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সম্প্রতি অসুস্থতার খবর জানিয়ে রামপুরহাটের অনুষ্ঠান বাতিল করেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অনুষ্ঠানের আয়োজকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন নচিকেতা।

nachiketa chakraborty

তাঁকে বলতে শোনা যায়, ৩ রা ফেব্রুয়ারি তিনি রামপুরহাট যেতে পারছেন না। কারণ তাঁর এই মুহূর্তে যা শারীরিক পরিস্থিতি তাতে ৩৫০ কিমি যাওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। তাছাড়া চিকিৎসকও তাঁকে বারণ করেছেন।নচিকেতা আরো বলেন, শেষ মুহূর্তে আয়োজকদের সমস্যায় ফেললেন তিনি। কিন্তু তিনি কথা দেন পরের বার গিয়ে শ্রোতাদের মন জয় করবেন ঠিক। পরের বার ঠিকই ক্ষতিপূরণ করে দেবেন বলে মন্তব্য করেন নচিকেতা।

কিন্তু তাঁর অসুস্থতার খবর চাউর হয়ে ছড়িয়ে পড়ে একাধিক ভুয়ো খবর। বিষয়টা নিয়ে সম্প্রতি মুখ খোলেন নচিকেতা। রামপুরহাটের অনুষ্ঠান বাতিল করার পরে গত ৮ ফেব্রুয়ারি হলদিয়ায় গানের অনুষ্ঠান ছিল তাঁর। মঞ্চে দেখা মেলে চেনা পরিচিত নচিকেতার।

সেই অনুষ্ঠানের মঞ্চেই ফের বেফাঁস মন্তব্য করতে শোনা যায় গায়ককে। ‘রাজশ্রী তোমার জন্য’ গানটি এক লাইন গেয়েই উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে নচিকেতা বলে ওঠেন, ‘অনেকে বলে, নচিদা তুমি খুব রোগা হয়ে গিয়েছো। করিশ্মা কাপুর রোগা বলে জিরো ফিগার, আর আমি শা* রোগা হলে মৃত্যুশয্যায়!’

কিছুদিন আগে ডিভোর্সের ঘোষনা করে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন নচিকেতা। গত ২৭ জানুয়ারি মুক্তি পেয়েছে নচিকেতার নতুন মিউজিক ভিডিও ‘হ্যাপি ডিভোর্স’। সোশ্যাল মিডিয়ায় রহস্য বাড়িয়ে প্রথমে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তিনি। শেষমেষ খোলসা হয় রহস্য। নচিকেতা নিজেই ফাঁস করেছিলেন রহস্যটা।

Niranjana Nag

সম্পর্কিত খবর