‘স্বাধীনতার পর এমন দূরদৃষ্টিসম্পন্ন ডায়নামিক নেতা আর পাইনি’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় গদগদ নচিকেতা

বাংলাহান্ট ডেস্ক: প্রত্যক্ষ রাজনীতিতে না থেকেও রাজনীতি সচেতন মানুষ নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। সময়ে সময়ে নিজের মতামতও স্পষ্ট করেন তিনি। আর তাও নির্ভীক ভাবে। তাঁর ‘ঠোঁটকাটা’ স্বভাবের জন্য অনেকেই তাঁকে সমঝে চলেন। তবে এমনো একজন মানুষ আছেন, একমাত্র যার বকুনিই চুপচাপ শোনেন নচিকেতা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গায়কের ঘনিষ্ঠতা আগেও বহুবার নজর কেড়েছে। সম্প্রতি বাংলাদেশে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন নচিকেতা। নিজের রাজনৈতিক পরিচয় থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সখ্যতা নিয়েও খোলামেলা কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

Nachiketa

 

সাক্ষাৎকারে নচিকেতা স্পষ্ট বলেন, তিনি এখনো কমিউনিস্ট। কিন্তু তাঁর কোনো দল নেই। তবে বাম সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পথে নেমেছিলেন, তেমনি নেমেছিলেন নচিকেতা নিজেও। বহু মানুষ সুর চড়িয়েছিল প্রাক্তন সরকারের বিরুদ্ধে। কিন্তু নিশানা করা হয় তাঁকেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ তৈরি হওয়ার ব্যাপারে নচিকেতা বলেন, একা কিছু করা সম্ভব নয় বলেই মমতার হয়ে প্রচারে নেমেছিলেন তিনি। সেই থেকেই আলাপ পরিচয়। এখন তাঁদের সম্পর্কটা ভাইবোনের মতোই হয়ে গিয়েছে। খুব ঝগড়াও নাকি করেন তাঁরা।

নচিকেতাকে নাকি বহুবার ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজি হননি শিল্পী। সাংসদ হয়েও সংসদে, মিটিংয়ে যাবেন না, এ তিনি করতে পারবেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালভরা প্রশংসায় ভরিয়েছেন নচিকেতা। তাঁর কথায়, স্বাধীনতার পর এমন দূরদৃষ্টিসম্পন্ন এবং ডায়নামিক নেতা আর পাওয়া যায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর