NADA ছয় মাসের সাসপেন্ড সমস্যা মেটাতে এবার মাঠে নামছে কেন্দ্রীয় ক্রীয়ামন্ত্রী কিরণ রিজিজুও।

NADA কে ছয় মাসের জন্য সাসপেন্ড করেছে WADA; এরফলে সেই প্রভাব পড়েছে জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি গুলিতে। ফলে বেশ ভুগতে হচ্ছে বিভিন্ন ক্রীয়া সংস্থা গুলিকে। আর এরপরেই জাতীয় ক্রীয়ামন্ত্রী কিরণ রিজিজুও আশ্বাস দেন স্বল্প কিছু অভ্যন্তরীণ সমস্যার জন্য এই মুহূর্তে জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি গুলির সুস্থ কাজকর্মে কিছু অসুবিধা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়িই সেই সমস্যার সমাধান হয়ে যাবে।

Kiren Rijiju PTI 1554656083

NADA এর অন্তর্ভুক্ত যেসমস্ত ল্যাবরেটরি গুলি রয়েছে সেগুলির মান খুবই নিম্ন এবং সেগুলি আন্তর্জাতিক মানের নয় এই অভিযোগে NADA কে ছয় মাসের জন্য সাসপেন্ড করেছে WADA। WADA এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ২০ ই আগষ্ট থেকে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকবে NADA তে। আর তারপরই ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি অর্থাৎ NDTL এর কর্মীদের সাথে বৈঠক করেন ক্রীয়ামন্ত্রী এবং তিনি আশ্বাস দেন যে, এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে খুব তাড়াতাড়ি সমাধান করা হবে হয়ে যাবে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীয়ামন্ত্রী কিরণ রিজিজুও ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির মান উন্নত করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে চার কোটি টাকার অর্থ সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছেন।

NADA কে সাসপেন্ড করার জন্য অনেকে মনে করছেন WADA তে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার কারণেই সাসপেন্ড করা হয়েছে NADA কে। অপরদিকে আগামী অক্টোবর-নভেম্বর মাসে হতে চলেছে WADA এর এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচন সেখানে নিজের মনোনয়ন পেশ করতে চলেছেন কেন্দ্রীয় ক্রীয়ামন্ত্রী কিরণ রিজিজুও।


Udayan Biswas

সম্পর্কিত খবর