অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ, সীমান্তে BSF-র গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি যুবক

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার অবৈধভাবে সীমান্ত পারাপারের ছবি উঠে এলো সাতক্ষীরা থেকে। ভারতে অবৈধভাবে আত্মীয়র বাড়ি এসে বাংলাদেশে ফেরার সময় এক বাংলাদেশী যুবক নিহত হলেন বিএসএফের গুলিতে। জানা গেছে নিহত বাংলাদেশি যুবকের নাম মহম্মদ হাসানুজ্জামান ওরফে মান্দুলি।

২৫ বছর বয়সী এই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়িয়েছে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তে। মহম্মদ হাসানুজ্জামান ভারতের কৈজুরি সীমান্ত পার করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় পাচারকারী সন্দেহে তাকে গুলি চালায় বিএসএফ। যদিও বিএসএফের তরফ থেকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

মৃত যুবকের বাবা হায়দার আলি জানিয়েছেন, আজ ভোর চারটে নাগাদ সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের কাছে তার ছেলেকে গুলি চালায় বিএসএফ। বিএসএফের গুলিতে আহত হওয়ার পর হাসানুজ্জামানকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আজ সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালেই তার মৃত্যু ঘটে।

হায়দার আলির কথায়, তার ছেলে কিছুদিন আগে পাসপোর্ট ছাড়াই ভারতে এক আত্মীয়র বাড়িতে এসেছিল। রবিবার ভোর চারটে নাগাদ কিছু সঙ্গীর সাথে ভারতের কৈজুরি সীমান্ত পার করে পুনরায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। কৈজুরী সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তারা গুলি চালায়। একটি গুলি এসে লাগে হাসানুজ্জামানের বুকে।

নিহত বাংলাদেশি যুবকের শ্বশুর জানিয়েছেন,হাসানুজ্জামানকে কিছু লোক আজ ভোর ৬:১৫ মিনিটে সাতক্ষীরার কাছাকাছি পড়ে থাকতে দেখে। তারাই হাসানুজ্জামানকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। নিহত হাসানুজ্জামানের একটি সাত মাসের সন্তান রয়েছে।

bsf 1 3

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এই ঘটনা সম্বন্ধে বলেছেন, বিএসএফ ঘটনার দায় অস্বীকার করেছে। তবে আমাদের তরফ থেকে তাদেরকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে তবে এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর