স্বামীকে খুন করলো স্ত্রী নদিয়াতে

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ স্বামীকে খুন করার অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে। মৃতের নাম তপন দাস(৪৫)। সুত্রের খবর স্ত্রী তার স্বামীকে ঘুমের ঔষুধ খায়িয়ে গলায় ফাস দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ মৃতের পরিবারের।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কালিগঞ্জ থানার শেরপুর এলাকার মোড়ল পাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দম্পত্তির মধ্যে প্রায়সই সাংসারিক বিবাদ চলে আসছিল।গতকালও তার পুনঃরাবৃতি হয় আশান্তি এতটাই চরমে জা সহ্য করতে না পেরে স্ত্রী শিখা দাস তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ উঠেছে। এই খবরে জেরে কার্জত ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Screenshot 2019 0817 164144
মৃত তপন দাস এর বোন সুলেখা দাস তার দাদা কে খুন করার অপরাধে তার বৌদির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায় অভিযোগ পাওয়ার পর অভিজুক্ত স্ত্রী শিখা দাস কে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর