ভ্যাকসিনেশনে বিশ্ব রেকর্ড করতেই বন্ধু ভারতকে আন্তরিক শুভেচ্ছা জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ ২০২০ সাল থেকেই করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে প্রতিবেশি দেশ থেকে শুরু করে বিভিন্ন বন্ধু দেশের দিকে সাহায্যের হাত বড়িয়ে দিয়েছে ভারত (india)। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে এগোতেই, চিকিৎসা সামগ্রীর পর দিয়েছে করোনা ভ্যাকসিনও। এবার ভারতেই ভ্যাকসিন গ্রহণকারী মানুষের সংখ্যা ছাড়াল ১০০ কোটি।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই বেনজির সাফল্যে দেশবাসীকে অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার ঝজ্জরে একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার নিজের বক্তৃতা রাখার সময় চিকিৎসা খাতে যুক্ত সকলকে অভিনন্দন দেওয়ার পাশাপাশি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কথাও বলতে শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়।

Narendra modi salil bera new

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে দেশে ”আয়ুষ্মান ভারত” প্রকল্পের আয়ত্তায় প্রায় সকল রোগীই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। আর এর মধ্য দিয়েই সরকার ৪০০ টি ক্যানসারের ওষুধের দাম কমানোর দিকে এগোচ্ছে’।

তবে বন্ধু দেশের এই গর্বের মুহূর্তে ভারতকে শুভেচ্ছা জানালেন ইজরায়েলের (israel) প্রধানমন্ত্রী নফতালি বেনেট (Naftali Bennett)। একশো কোটির মাইলফলক পেরোতেই বন্ধু দেশ ভারতকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন নফতালি বেনেট।

000 9C36BA

বুধবার তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে ভারতের এই টিকাকরণ অভিযানকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অভিনন্দন জানাই। এই ভ্যাকসিনের সাহায্যে আমরা ঠিকই করোনাকে একদিন পরাস্ত করতে সক্ষম হব। ইতিমধ্যেই একশো কোটিরও বেশি ভারতীয় নাগরিক করোনা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন’।

প্রসঙ্গত, ভারতের বন্ধু দেশগুলোর মধ্যে অন্যতম হল ইজরায়েল। যে কোন পরিস্থিতিতে ভারতকে অস্ত্রশস্ত্র জোগান দিয়ে শক্তিশালী করে তুলতে এই ইহুদি দেশটির বড় ভূমিকা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর