বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ব্যাঙ্ক অফ বাহরাইন এবং কুয়েত বিএসসি ইন্ডিয়ার উপর 2.66 কোটি টাকা জরিমানা আরোপ করেছে। সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কের নির্দেশিকা না মানায় বাহরাইন ও কুয়েত বিএসসিকে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক কিছু নিয়ম লঙ্ঘনের জন্য নাগরিক সহকারী ব্যাঙ্ক সহ আরও 20টি ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করেছে। তবে রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ কোনওভাবেই ব্যাঙ্কের গ্রাহকদের প্রভাবিত করবে না। রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্কের কাজকর্মের উপর নজর রাখে।
অন্যান্য ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে বাসেন ক্যাথলিক কো-অপারেটিভ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বাহরাইন ও কুয়েত বিএসসি, হারিজ নাগরিক সহকারি ব্যাঙ্ক, হালোল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, ভিরামগাম মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক, লখওয়াদ নাগরিক সহকারী ব্যাঙ্ক, বোদেলি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, সরসপুর। পাশাপাশি নাগরিক সমবায় ব্যাঙ্ক, হলোল মার্কেন্টাইল সমবায় ব্যাঙ্ক, গুজরাট রাজ্য কর্মচারী সমবায় ব্যাঙ্ক, নাগরিক সমবায় ব্যাঙ্ক, শী বর্ধমান সমবায় ব্যাঙ্ক, বেচারাজি নাগরিক সমবায় ব্যাঙ্ক, গুজরাট মার্কেন্টাইল সমবায় ব্যাঙ্ক, কচ্ছ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক, জনতা কো-অপারেটিভ ব্যাঙ্ক, সরদারগঞ্জ মার্কেন্টাইল ব্যাঙ্ক, ভূজ মার্কেন্টাইল ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক কো-অপারেটিভ ব্যাঙ্ক, দিল্লি স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক, অন্ধ্রপ্রদেশ স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং শ্রী মহালক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ককে জরিমানা করেছে।
এই ব্যাঙ্কগুলির উপর আরোপিত জরিমানার পরিমাণ 50,000 থেকে 2.66 কোটি টাকা।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন নির্দেশিকা লঙ্ঘনের জন্য গুজরাটের 17টি সহ মোট 20টি সমবায় ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে ব্যাঙ্কগুলি ডাটাবেসের ক্ষেত্রে অস্বাভাবিক কাজকর্ম শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বাহরাইন ও কুয়েত বিএসসিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে নিয়ন্ত্রক সম্মতিতে ত্রুটির জন্য জরিমানা আরোপ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপটি গ্রাহকদের স্বার্থ কোন ভাবেই খন্ডন করবে না। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক এক সঙ্গে 7টি সমবায় ব্যাঙ্ককে জরিমানা করেছিল। রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির কার্যক্রমের উপর নজরদারি করে। কোনো ব্যাংক নিয়ম না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।