অতি লোভে তাঁতি নষ্ট! ৫ কোটি টাকা জিতে এমন কাজ করলেন ব্যক্তি, জলে গেল ৫৮ কোটি

বাংলা হান্ট ডেস্ক : ভারত (India) কেন, গোটা বিশ্বেই এখন মোবাইলফোনের বিভিন্ন অ্যাপে চলছে জমজমাট অনলাইন জুয়ার (Online Gambling) আসর ক্যাসিনো। মোবাইল ব্যাঙ্কিংয়ের (Net Banking) এর মাধ্যমে দেশের টাকা (Money) বাইরে পাচার হচ্ছে। আর এতে সরকার পড়ছে আর্থিক সংকটে। জুয়াড়িরা জাল বিছিয়ে রয়েছে চারিদিকে। আর সেই ফাঁদে পা দিলেই সর্বনাশ। এমনই সর্বনাশা অবস্থার শিকার নাগপুরের এক ব্যক্তি।

আসলে এই অনলাইন জুয়া ক্যাসিনো খেলে অনেকেই সর্বস্ব হারিয়ে, ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে কেউ পথে পথে ঘুরছে আর কেউ পালিয়ে বেড়াচ্ছে। সম্প্রতি মহারষ্ট্রের নাগপুরের এক ব্যবসায়ীও অনলাইন জুয়ায় সর্বস্ব খুইয়ে বসেছেন। জানা যাচ্ছে, সব মিলিয়ে প্রায় ৫৮ কোটি টাকা হেরেছেন তিনি। খবর পেতেই এক সন্দেহভাজনের বাড়িতে হানা দেয় পুলিশ।

ঐ জুয়াড়ির বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি সোনার বিস্কুট এবং ১৪ কোটি টাকা নগদ উদ্ধার করে। তবে অভিযান শুরুর আগেই আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বিষয়ে নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেছেন, সন্দেহ করা হচ্ছে এই জুয়াড়ি দুবাইতে পালিয়ে গেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অভিযুক্তরা বেশি লাভের জন্য ওই ব্যবসায়ীকে অনলাইনে জুয়া খেলতে রাজি করিয়েছিল। প্রথমে ব্যবসায়ী কিছুটা দ্বিধায় থাকলেও পরে জৈনের কথায় এসে এক হাওয়ালা ব্যবসায়ীর মাধ্যমে তাকে আট লাখ টাকা দেন। আর জুয়া খেলার এই লিঙ্ক তাকে পাঠানো হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

adobestock 265986185 scaled

প্রথমেই ৮ লক্ষ টাকা পেয়ে জুয়া খেলতে রাজি হন ঐ ব্যবসায়ী। প্রথমে লাভের মুখ দেখলেও কিছু সময় পরেই অশ্বমেধের ঘোড়া থামতে শুরু করে। প্রায় ৫ কোটি টাক জেতার পর ৫৮ কোটি খুইয়ে বসেছেন তিনি। তবে এই ব্যক্তিই প্রথম নন, এই অনলাইন জুয়া ক্যাসিনো খেলে অনেকেই সর্বস্ব হারিয়ে, ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে কেউ পথে পথে ঘুরছেন আর কেউ পালিয়ে বেড়াচ্ছেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর