নখ নিয়ে নখরার দিন শেষ! ব্যবসা শুরু করুন Nail Extension’র, তুঙ্গে চাহিদা; বছরভর হবে টাকার বৃষ্টি

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো হোক কিংবা অন্যান্য উৎসব, সব সময় সবাই চায় নিজেকে সাজিয়ে তুলতে। মনের মতো পোশাক থেকে শুরু করে পছন্দের হেয়ার স্টাইল, উৎসবের দিনগুলিতে অনন্য করে তুলতে বিশেষভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন নারীরা। তবে বর্তমান সময়ে নখের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেকেই করাচ্ছেন নেইল এক্সটেনশন (Nail Extension) বা নেইল আর্ট।

নেইল এক্সটেনশন (Nail Extension) করেই বাজিমাত

নিজের হাতের নখ বড় রাখতে পছন্দ করেন অনেকে। তবে অনেক সময় বড় নখ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। তবে এবারের পুজোয় অনেকেই সামান্য টাকা খরচে নেইল এক্সটেনশনের দিকে ঝুঁকছেন। শহর থেকে মফস্বল, অনেক মহিলার কাছেই এবারের পুজোর ট্রেন্ড নেইল এক্সটেনশন (Nail Extension)। এই অবস্থায় ব্যাপকভাবে নেইল আর্টিস্টদের চাহিদা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। 

আরোও পড়ুন : ডেবিউ-র আগে কোচ গম্ভীরের কাছ থেকে কি পরামর্শ পেয়েছিলেন মায়াঙ্ক? নিজেই ফাঁস করলেন বড় তথ্য

অ্যাক্রলিক, থ্রিডি ওয়ার্ক থেকে শুরু করে স্মাইলি, মেটালিক নেইল আর্ট, ব্রেসলেট-সহ বিভিন্ন কারুকার্যে নিজেদের নখ সাজিয়ে তুলছেন নারীরা। পুজোর আগে তাই ব্যাপকভাবে ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন নেইল এক্সটেনশন সেন্টার বা বিউটি পার্লারগুলিতে। অনেকে আবার প্রদান করছেন হোম সার্ভিস। নখের কারুকাজ করাকে অনেকেই তাই আজকাল পেশা হিসেবে বেছে নিচ্ছেন। নেইল আর্টিস্ট (Nail Artist) হিসাবে মোটা টাকা রোজগারও করছেন তারা।

Nail Extension

এক নেইল আর্টিস্টের কথায়, এই ব্যবসা শুরু করতে অনেক টাকার প্রয়োজন হয় না। তবে প্রাথমিক প্রশিক্ষণ দরকার। এলাকার কোনও সিনিয়র নেইল আর্টিস্টের কাছে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। এছাড়াও যারা একটু হাতের কাজ পারেন তারা ইউটিউবের সাহায্য নিতে পারেন। বর্তমানে নূন্যতম ৭০০ টাকা খরচ করছেন গ্রাহকরা নিজেদের নখ (Nail) সাজিয়ে তুলতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর