নখ দিয়ে যায় চেনা! নখের আকারই জানিয়ে দেবে কেমন মানুষ আপনি

বাংলাহান্ট ডেস্ক : ব্যক্তি বিশেষে আমাদের নখের আকার (Nail Shape) ভিন্ন ভিন্ন হয়। কারোর নখ লম্বাটে আবার কারোর নখ চওড়া। আর কোনও কোনও ব্যক্তির আঙ্গুলের নখ বর্গাকার বা গোলাকৃতিরও হয়। অনেকেই বলে থাকেন মানুষের আঙ্গুলের নখের আকার দেখে সেই ব্যক্তির চরিত্র বলে দেওয়া সম্ভব। প্রচলিত লোককথা অনুযায়ী আমরা আজ এই প্রতিবেদনে আপনাদের জানাব নখ দেখে এক ব্যক্তির চরিত্র সম্পর্কে কীভাবে ধারণা লাভ করবেন।

অনেকেই বলেন মানুষের নখ তার চরিত্র বহন করে। কিছু বিশেষজ্ঞের মতে মানুষের আঙ্গুলের নখ সেই ব্যক্তির জীবনযাত্রা ধরন, অভ্যাস ইত্যাদি সম্পর্কে জানান দেয়। মানুষের আঙ্গুলের নখকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। লম্বা নখ, চওড়া নখ, গোলাকৃতির নখ এবং বর্গাকৃতির নখের অধিকারী ব্যক্তিদের চরিত্র কেমন হয় সেই সম্পর্কে জেনে নেব আজ এই প্রতিবেদনে।

১. লম্বা নখ : অনেকের হাতের নখ লম্বা হয়ে থাকে। বলা হয় সৃষ্টিশীল, কল্পনাপ্রবণ ব্যক্তিরা এই ধরনের নখের অধিকারী হন। বাম মস্তিষ্কের তুলনায় এই ধরনের ব্যক্তিদের ডান মস্তিষ্ক বেশি সক্রিয়। একই সাথে এনারা যে কোনও বিষয় নিয়ে অত্যন্ত যত্নশীল। স্বভাবে এই ধরনের মানুষেরা সাধারণত শান্ত হন। এই ধরনের ব্যক্তিরা দৈনন্দিন সমস্যার সাথে সুন্দর ভাবে মানিয়ে নেন। তবে হঠাৎ কোনও সমস্যা দেখা দিলে এনারা বুঝতে পারেন না কী করা উচিত।

২. চওড়া নখ : এই ধরনের নখের ব্যক্তিরা খুবই খোলা মনের হয়ে থাকে। নিজেদের মনের চিন্তাভাবনা সহজেই অন্যদের সাথে ভাগ করে নিতে পারেন। এর জন্য অবশ্য তাদের মাঝেমধ্যেই বিরম্বনার সম্মুখীন হতে হয়। এই ধরনের নখের ব্যক্তিরা খুব সহজেই আলাপ জমিয়ে তুলতে পারেন। মানুষকে খুব সহজেই এনারা আপন করে নেন। অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও রয়েছে এই ব্যক্তিদের মধ্যে।

৩. গোল আকৃতির নখ : খুবই কৌতূহলপূর্ণ মানুষ হয়ে থাকেন গোলাকৃতি নখের অধিকারীরা। এনারা যে কোনও বিষয়ে জানতে খুবই উৎসুক হন। বিভিন্ন বিষয়ে অন্যকে প্রশ্ন করতে ভালবাসেন এনারা। ইতিবাচক মনের অধিকারী হওয়ায় এই ধরনের ব্যক্তিরা কঠিন সময় ঘুরে দাঁড়াতে পারেন। যে সকল ব্যক্তির গোল আকৃতির নখ রয়েছে তারা খুবই পরিশ্রমী। অহেতুক অশান্তি এই ধরনের ব্যক্তিরা পছন্দ করেন না।

img 20230708 153424

৪. চৌকো বা বর্গাকৃতির নখ : স্বাধীনচেতা হয়ে থাকেন এই ধরনের নখের ব্যক্তিরা। এনারা অন্যদের খুব ভালো উপদেশ দেন। এনারা যথেষ্ট সচেতন পরিবার ও বন্ধুদের বিষয়। বলা হয় যাদের চৌকো বা বর্গাকৃতির নখ রয়েছে তারা খুবই অ্যাডভেঞ্চার প্রিয়। নতুন চ্যালেঞ্জ একসেপ্ট করে এই ধরনের ব্যক্তিরা উন্নতির চেষ্টা করেন খুব।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর