বাংলাহান্ট ডেস্ক : বিক্রি হয়ে যাওয়ার পথে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড (Nainital Bank)। পাঁচ পাঁচটি রাজ্যে ১৬৬টি শাখা রয়েছে এই ব্যাঙ্কের (Bank)। ৬০৭ কোটি টাকার সম্পত্তিও রয়েছে ব্যাঙ্কের। বর্তমানে নৈনিতাল ব্যাঙ্কের মোট ৬০৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। কর্মচারীর সংখ্যাও ৯৪১ জন। এবার নৈনিতাল ব্যাঙ্কের পুরো শেয়ার বিক্রি করে দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা।
নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। জানেন কত টাকায় বিক্রি হতে চলেছে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড? তবে আপাতত এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নয় ব্যাঙ্ক অফ বরোদা গত সপ্তাহে শোনা গিয়েছিল যে, নৈনিতাল ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব ক্রয় করা নিয়ে প্রেমজি ইনভেস্ট এবং ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
আরোও পড়ুন : কেজরিওয়ালের পর এবার গ্রেফতার হবেন মমতা! কবে? জানালেন খোদ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ
এমনকি একটি মেয়াদ পত্রের সই করেছে প্রেমজি ইনভেস্ট। তবে এখনো পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। সূত্রের খবর, একেবারেই সমগ্র শেয়ার বিক্রি করে দেওয়া হবে না। প্রথমে ৫১ শতাংশ বিক্রি করা হবে। তারপরে বাকিটা বিক্রি করে দেওয়া হবে। নৈনিতাল ব্যাঙ্কের ৯৮.৫৭ শতাংশ শেয়ার রয়েছে ব্যাঙ্ক অফ বরোদার কাছে।
আরোও পড়ুন : হাতে গুনে আর কটা বছর! তারপর হাজার খুঁজলেও আর পাবেন না বিড়ি, জানেন কেন ?
নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড চালু হয়েছিল ১৯২২ সালে। গোবিন্দ বল্লভ পান্থ এবং নৈনিতালের আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি একত্রিত হয়ে এই ব্যাংক প্রতিষ্ঠা করেন। উত্তরাখণ্ডের সাধারণ মানুষকে ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্যই এই ব্যাঙ্ক চালু করা হয়। তাই নৈনিতাল ব্যাঙ্কের বেশিরভাগ শাখা উত্তরাখণ্ডে রয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানেও রয়েছে এই ব্যাংকের কিছু শাখা।
ফিনটেক ইন্ডাস্ট্রির এক সিনিয়র একজিকিউটিভ জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেডকে প্রযুক্তিগত দিক দিয়ে ঢেলে সাজাতে চেয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তাই বিক্রির প্রক্রিয়ায় প্রযুক্তি কোম্পানিকে রাখতে চাওয়া হয়। অন্যান্য অনেক ফিনটেক কোম্পানি এবং বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছিলেন”।