চেয়েও মেলেনি একটা ত্রিপল, বাধ্য হয়ে পুরুলিয়ার পঞ্চায়েত অফিসের সামনে বিবস্ত্র হয়ে প্রতিবাদ প্রৌঢ়ের

বাংলাহান্ট ডেস্কঃ অর্থিক দুরবস্থার টানাপোড়েনে আর মাথার ঠিক রাখতে পারেননি পুরুলিয়ার (purulia) বেগুনকোদর গ্রামের বুরুজকুলির বাসিন্দা ছোটবাবু রাজোয়াড়। অভাবের সংসারে বাসস্থান সমস্যা আর সহ্য করতে না পেরে সম্পূর্ণ উলঙ্গ হয়েই প্রতিবাদ জানালেন পুরুলিয়ার বেগুনকোদর গ্রামপঞ্চায়েতের সামনে।

পুরুলিয়ার ঝালদা ২ নং ব্লকের অন্তর্গত বেগুনকোদর গ্রামের বুরুজকুলির বাসিন্দা বছর ৫১-র ছোটবাবু রাজোয়াড় সম্প্রতি সময়ে দারিদ্রতার চরম সীমার সঙ্গে লড়াই করছেন। দিন মজুরি করে কোনরকমে সংসারে চালালেও, করোনা আবহে লকডাউনের জেরে কাজ হারিয়ে বর্তমান কর্মহীন হয়ে পড়েছেন তিনি।

vbvbvbj

ছোটবাবু রাজোয়াড় জানান, পাঁচটি রেশন কার্ড থাকলেও একটি মাত্র কার্ডের মাল পান তিনি, বাকি কার্ডোগুলো অকার্যকর হয়ে পড়ে রয়েছে। বাসস্থানটুকুও ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। বৃষ্টির জেরে ঘরের বিভিন্ন দিক থেকে জল পড়তে থাকে। তাই বাধ্য হয়ে বর্ষার সময় বাড়ির মহিলা এবং বাচ্চাদের অন্য বাড়িতে আশ্রয় নিতে হয়।

তিনি অভিযোগ করেছেন, আবাস যোজনায় বাড়ি পাওয়া তো দুরস্তর, পঞ্চায়েত থেকে একটি ত্রিপলও পাননি তিনি। পঞ্চায়েত থেকে প্রশাসন সবকিছুই দুর্নীতিতে ডুবে রয়েছে এবং এসব বর্তমানে উলঙ্গ হয়ে গেছে বলে দাবী করে নিজেই উলঙ্গ হয়ে গ্রামপঞ্চায়েতের সামনে প্রতিবাদ জানালেন ছোটবাবু রাজোয়াড়। স্যোশাল মিডিয়ায় এই ব্যক্তির ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়ে স্থানীয় পঞ্চায়েত।

uvbvbv

ছোটবাবু রাজোয়াড়ের এমন দুর্ভোগের খবর জানাজানি হতেই নড়েচড়ে বসে স্থানীয় পঞ্চায়েত। স্থানীয় পঞ্চায়েত প্রধান ওই ব্যক্তির দ্রুত সাহাযার্থের আশ্বাসও দিয়েছেন। ছোটবাবু রাজোয়াড়ের এমন প্রতিবাদ একটি দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর