দেশ ভাগের স্মৃতি উস্কে থিম পুজো, সবার নজর কাড়ছে কলকাতার ক্লাব

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের মধ্যেও মায়ের আগমনীতে সেজে উঠছে গোটা শহর। নতুন নতুন থিম আর মায়ের রূপ সজ্জায় জোর টক্কর চলছে মন্ডপে মন্ডপে। এরই মধ্যে ৪৭-র দেশভাগের স্মৃতি উসকে দিয়ে নাকতলা উদয়ন সঙ্ঘের (naktala udayan sangha) এবারের থিম ‘ট্রেন টু পাকিস্তান’-র আদলে ‘চালচিত্র‌’।

সাংবাদিক খুশবন্ত সিং ঔপন্যাসিক হিসাবে ‘ট্রেন টু পাকিস্তান’-র মাধ্যমেই প্রথমবার আত্মপ্রকাশ করেছিলেন। ভারতীয় উপমহাদেশের ভাগাভাগির ঐতিহাসিক প্রেক্ষাপটে পঞ্চাশের দশকে তাঁর লেখা এই বই আলোড়ন ফেলে দিয়েছিল সর্বস্তরে। সেই সময়কার অশান্ত সাম্প্রদায়িকতার ব্যাখ্যা বর্ণিত করেছিলেন নিজের কলমের খোঁচায়।

bbvb 1
বড়িশা ক্লাব বেহালা

১৯৪৭ সালে সেই সময় ভারত পাকিস্তানের বিভেদ, সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষ খুন হওয়া, লাশ ভর্তি ট্রেন, উদ্বাস্তু সবকিছুই ব্যাখ্যা করেছিলেন নিজের লেখার মধ্য দিয়ে। এবার সেই ঘটনাই চাক্ষুষ ফুটিয়ে তুলেছে নাকতলা উদয়ন সঙ্ঘ। এবারে ‘ট্রেন টু পাকিস্তান’-র আদলে তাঁদের থিম ‘চালচিত্র‌’।

bbbcbckb
বড়িশা ক্লাব বেহালা

এবিষয়ে, মণ্ডপশিল্পী প্রদীপ দাস জানিয়েছেন, ‘এবারে আমাদের উদ্দেশ্য দেশভাগের স্মৃতিকে তুলে ধরা। তবে নতুন কিছু দেখানোর ভাবনায় আমরা খুবই আশাবাদী। আজকের দিনে আমাদের বিশ্বে এখনও জোর করে অনেক মানুষকে ভূমিহীন করা হচ্ছে। সেই সমস্ত যন্ত্রণার বিষয়টাই উঠে আসবে আমাদের মন্ডপ সজ্জার মধ্যে’।

bbbcb
বড়িশা ক্লাব বেহালা

তিনি আরও জানান, ‘প্রচুর পুরনো তোরঙ্গ, ট্রাঙ্ক রাখা হয়েছে মন্ডপ সজ্জার অঙ্গ হিসেবে। সেই সময়কার কাহিনী বর্ণনা করতে রাখা হয়েছে একটি ট্রেনও। আর সেই ট্রেনের কামরার মাধ্যমে দেশভাগের ক্ষতকে তুলে ধরা হয়েছে। আমাদের প্রতিমা তৈরি করেছেন শিল্পী ভবতোষ সুতার’।

Smita Hari

সম্পর্কিত খবর