বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতাদের মধ্যে একজন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন তিন তিনটি জাতীয় পুরস্কার। যে ইন্ডাস্ট্রি তাঁকে দূর ছাই করেছিল, পরে সেই ইন্ডাস্ট্রিরই সর্বেসর্বা হয়ে ওঠেন মিঠুন। কিন্তু তাঁর কেরিয়ারেও এমন ছবি রয়েছে যা তাঁর প্রিয়জনদের পছন্দ নয়। সম্প্রতি এমনি একটি ছবির ব্যাপারে মুখ খোলেন তাঁর কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তী (Namashi Chakraborty)।
তাঁর আপত্তি মিঠুন অভিনীত ‘গুন্ডা’ ছবিটি নিয়ে। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার সন্তোষী। ছবিতে মিঠুন ছাড়াও ছিলেন মুকেশ ঋষি, শক্তি কাপুরের মতো অভিনেতারা। বলিউডের ক্লাসিক ছবিগুলির মধ্যে অন্যতম গুন্ডা। কিন্তু নমশির মতে, মিঠুনের ওই ছবিটিতে অভিনয় করা উচিত হয়নি।
আসলে ১৮ বছরের উর্দ্ধের দর্শকদের জন্য ছিল এই ছবিটি। ছবিতে বেশ কিছু সংলাপ ছিল আপত্তিজনক। কিছু দৃশ্যও সে সময় অশ্লীল তকমা পেয়েছিল। ছবিটি মুক্তির সময়ে বেশ বিতর্কও হয়েছিল। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অন্যতম জনপ্রিয় হয়ে ওঠে গুন্ডা। মিঠুনের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি এটি।
নমশি বলেন, এমন নয় যে তাঁর ছবিটি পছন্দ নয়। তবে এটি একটি কুখ্যাত ছবি। নয়া প্রজন্মের যারা মিঠুনের অভিনয় সম্পর্কে সেভাবে অবগত নয়, তারা হয়তো ভাববেন যে তিনি শুধুমাত্র এই ছবিতেই অভিনয় করতে পারেন। এখানেই আপত্তি নমশির। বাবার দিক বিচার করেই তাঁর মত, গুন্ডা ছবিটিতে অভিনয় করতে রাজি না হলেই পারতেন মিঠুন।
প্রসঙ্গত, এর আগে নমশি জানিয়েছিলেন, তাঁকেও অনেক স্ট্রাগল করে ছবিতে সুযোগ পেতে হয়েছে। মিঠুন বরাবর বলতেন, তাঁকে যে অপমান সহ্য করতে হয়েছে সেই তুলনায় নমশি অনেক ভাল অপমান পাচ্ছেন। ‘কালিয়া’, ‘বোকা’ এসব কথা শুনতে হয়েছে মিঠুনকে। অনেকে নাকি এমনো বলেছেন যে মিঠুন নায়ক হলে তারা বলিউড ছেড়ে দেবেন। নিজের কাজ দিয়ে তাঁদের মুখের উপরে জবাব দিয়েছেন মিঠুন।