জহরলাল নেহেরু(JNU) নাম পরিবর্তন করে নেতাজী সুভাষ চন্দ্রের নামে রাখবার জন্য বললেন বিজেপি সাংসদ

 

বাংলা হান্ট ডেস্ক:  বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)  বহুদিন ধরেই বিতর্কে কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি অনেক বিষয় নিয়ে অনুধাবন করেন এবং তাকে বাস্তবের সমাজে তুলে ধরেন। সেখানে শুরু হয় কাটাছেঁড়া বা পোস্টমর্টেম।

সাংবাদিকদের এক অনুষ্ঠানে উনি বলেন, “নেহেরুর নামানুসারে অনেক প্রতিষ্ঠান রয়েছে। তাই এই প্রতিষ্ঠানের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাখা উচিত। এর ফলে ছাত্রদের উপর এর ইতিবাচক প্রভাব ফেলবে। জানিয়ে দি, সরকারJNU স্থিতি স্বাভাবিক করার ভরপুর প্রয়াস করছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক (HRD) দ্বারা নিযুক্ত একটি কমিটি মঙ্গলবার তার প্রতিবেদন জমা দিয়েছে এবং এর সুপারিশগুলি অধ্যয়ন করা হচ্ছে।

IMG 20191127 124852

কর্মকর্তারা এ সম্পর্কে জানিয়েছেন
ফিস বৃদ্ধি নিয়ে JNU ছাত্ররা যে আন্দোলন ও উপদ্রব করছে তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। আসলে JNU এর কাছাকাছি থাকা দিল্লী ইউনিভার্সিটি ও দিল্লী IIT এর ছাত্ৰছাত্রীরা অনেক বেশি ফিস দিয়ে হোস্টেল খরচ চালায়। অন্যদিকেJNU এর ছাত্ররা খুব কম খরচে সুবিধা প্রাপ্তি করে। এখন সরকার JNU এর ফিস সামান্য বৃদ্ধি করতে চাইলে সেটা নিয়েও ছাত্ররা উগ্র হয়ে উঠছে এবং স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙা, দেওয়ালে গেরুয়া বিরোধী কথাবার্তা লেখার মতো কাজ করছে। যা কোনোভাবেই শান্তিপূর্ন আন্দোলন বা ছাত্রসুলভ আচরণ নয়।”

ad

সম্পর্কিত খবর