নাম বদলাচ্ছে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের, রাখা হবে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলির নামে

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা অরুন জেটলিকে (Arun Jaitley) শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দিল্লী এবং জেলা ক্রিকেট বোর্ড (DDCA) মঙ্গলবার বড় সিদ্ধান্ত নেয়। DDCA সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে যে এবার ফিরোজ শাহ কোটলা (Feroz Shah Kotla) ক্রিকেট স্টেডিয়ামের নাম পালটে রাখা হবে প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলির নামে।

আগামী ১২ই সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ক্রিকেট স্টেডিয়ামের নাম পাল্টানো হবে। এই স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নাম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামে রাখা হবে। DDCA সভাপতি রজত শর্মা বলেন, ‘অরুন জেটলির সহযোগিতা আর উৎসাহের কারণেই ভারতকে বিরাট কোহলি, বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, ঋষভ পন্থ আর অন্যান্য খেলোয়াড় গর্বিত করতে পেরেছে।”

rag 9

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলির কারণেই এই স্টেডিয়াম আধুনিক সুবিধা আর আরও বেশি সংখ্যক দর্শকের আসন যুক্ত স্টেডিয়াম বানানো গেছে। এছাড়াও অত্যাধুনিক ড্রেসিং রুম বানানোর শ্রেয়ও অরুন জেটলিকে দেওয়া হয়। এই অনুষ্ঠান দিল্লীর জওহর লাল নেহরু স্টেডিয়ামে হবে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়া মন্ত্রী কিরন রিজিজু উপস্থিত থাকবেন।

অনেক বছর DDCA এর সভাপতি থাকা প্রাক্তন কেন্দ্রি অর্থমন্ত্রী অরুন জেটলি গত ২৪ আগস্ট দিল্লীর এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ১৯ দিন হাসপাতালে থাকার পর ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পর ভারতীয় রাজনীতি এবং গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছিল। উনি শুধু একজন সুবক্তা এবং দক্ষ নেতাই ছিলেন না, উনি একজন ভালো মনের মানুষও ছিলেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর