অযোধ্যাঃ কয়েক দশক ধরে চলে আসা অযোধ্যা (Ayodhya) বিবাদ নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৯ই নভেম্বর শনিবার রায় দেয়। এই ঐতিহাসিক সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট রামলালার হাতে বিতর্কিত জমি তুলে দিয়ে, ওই স্থানে আগামী তিন মাসের মধ্যে মন্দির নির্মাণের কাজ শুরু করার দেশ দেয়। এছাড়াও অযোধ্যা অন্য কোথাও মুসলিমদের মসজিদ বানানোর জন্য পাঁচ একর জমি দেওয়ার আদেশ দেয় সুপ্রিম কোর্ট। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এর কর্মীরা সোমবার ইচ্ছে প্রকাশ করে বলেন যে, তাঁরা মন্দিরের ট্রাস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখতে চান।
এর সাথে সাথে VHP থেকে অনুরোধ করে বলা হয় যে, পাঁচ একর জমিতে নতুন করে হওয়ার মসজিদ যেন বাবরের নামে না হয়। VHP এর মুখপাত্র শরদ শর্মা বলেন, ‘বাবর একজন বিদেশী আক্রমণকারী ছিল। আমরা সরকারের কাছে নতুন মসজিদের নাম বাবরের নামে রাখার যাতে অনুমতি না দেওয়া হয়, সেটা নিয়ে আবেদন করব।” উনি বলেন, ভারতে অনেক ভালো মুসলিম আছে। দেশের শান্তি আর উন্নয়নের জন্য ওনারা অনেক যোগদান করেছেন। শরদ শর্মা বলেন, বীর আবদুল হামিদ, আসফাকউল্লা খান, প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারত রত্ন এপিজে আবদুল কালাম এর নামে নতুন মসজিদ গড়া হোক।
আপনাদের জানিয়ে রাখি, শরদ শর্মা রাম জন্মভূমি ন্যাসের কর্মশালার দেখভালের দ্বায়িত্বে আছেন। রাম মন্দির নির্মাণের জন্য যেখানে অমুল্য পাথর থাকে, সেই কর্মশালার দ্বায়িত্ব ওনার। আরেকদিকে মুসলিম আবেদনকারীদের মধ্যে একজন বলেন, মসজিদের নাম কি রাখা হবে সেটা বেশি গুরুত্বপূর্ণ না। প্রাথমিক ইস্যু হল, মসজিদের জন্য দেওয়া পাঁচ একর জমি স্বীকার করা হবে, কি না হবে সেটা নিয়ে।