বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ প্রায় শেষের দোরগোড়ায়, তবে এখনও নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জট মেটেনি বঙ্গে। দিন দিন ক্রমশ্যই ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা। একদিকে যখন শাসক দলের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ, অন্যদিকে এ বার বিপরীত ছবি ধরা পড়ল ভুয়ো শিক্ষকদের তালিকায়। শাসকদল নয়, বরং ভুয়ো তালিকায় জ্বলজ্বল করছে বনগাঁর (Bangaon) বিজেপি নেতার (BJP Leader) নাম।
দীর্ঘদিন পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শিক্ষকদের ভুয়ো তালিকা প্রকাশ্যে এনেছে পর্ষদ। সেই তালিকা প্রকাশ্যে আসতেই সকলের চক্ষু চরকগাছ। ভুয়ো তালিকা থেকে একের পর এক উঠে আসছে শাসক দলের ঘনিষ্টদের নাম। তবে এ বার প্রতিযোগিতা থেকে বিরত না থেকে সেই তালিকায় নাম লেখালো বনগাঁর বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাস। জানা গিয়েছে, গোবিন্দ বিশ্বাস ও তাঁর স্ত্রী একাধিকবার বিজেপির হয়ে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই নেতার নাম ভুয়ো তালিকায় উঠে আসায় শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়। তবে নাম প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা তড়িঘড়ি সাফাই দিয়েছেন এই বিষয়ে।
ঠিক কী সাফাই দিলেন বিজেপি নেতা? ভুয়ো শিক্ষকের তালিকা বিষয়ে গোবিন্দ বিশ্বাসের বক্তব্য ,“আমার নাম তালিকায় দেখে আমি অবাক হয়েছি। আদালতের উপর ভরসা রয়েছে। আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য একটা সুযোগ দিয়েছে। আদালত আমি উপযুক্ত প্রমাণ অর্থাৎ যা কাগজপত্র আছে তা নিয়ে যাব।”
প্রসঙ্গত, পূর্বে রাজ্যের নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম। উদ্ধার হয়েছে কয়েকশো কোটি টাকা। যার জেরে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বাংলার শাসক দল। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যকের মত প্রভাবশালী ব্যক্তিত্ব।