পাল্টাচ্ছে তাজমহলের নাম? তেজো মহলায় করার প্রস্তাব পেশ হতে চলেছে আগ্রা পুরসভায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এবার বিতর্কের কেন্দ্রে পৃথিবীর সপ্তম আশ্চর্য। এবার তর্জা শুরু ভারতের গৌরব তাজমহল নিয়ে। তাজমহলের (Taj Mahal) নাম পরিবর্তন করে তেজো মহালয় করার প্রস্তাব করা হবে আগ্রা নগর নিগমে। জানা যাচ্ছে, তাজগঞ্জের বিজেপি কাউন্সিলর শোভারাম রাঠৌর আজ দুপুর ৩ টের সময় নগর নিগমের অধিবেশনে এই প্রস্তাব পেশ করবেন। রাঠৌর এই বিষয়ে বলেন, প্রস্তাব সংখ্যা ৪(৭)-এ তাজমহলের বিষয়ে একাধিক তথ্য রাখা হয়েছে। সেই তথ্যের মধ্যেই তাজমহলের নাম পরিবর্তনের বিষয়টিও রাখা হয়েছে।

কাউন্সিলর শোভারাম রাঠৌর আরও জানান, মুঘল রোড, ঘটিয়া আজম খাঁ সহ একাধিক রাস্তার নামও পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যেই। তাই এবার সময় এসে গেছে তাজমহলের নাম পরিবর্তন করে তেজো মহালয় রাখার। এই বিষয়ে একাধিক ঐতিহাসিক তথ্য নিগমের অধিবেশনে রাখা হবে। এবং জন সমর্থনও জোগাড় করা হবে। প্রসঙ্গত, একাধিক হিন্দুত্ববাদী সংগঠন ইতিমধ্যেই তাজমহলকে তেজো মহালয় বলে উল্লেখ করেন। এই বিষয় নিয়ে একাধিক বার নানা বিতর্কও উঠে এসেছে।

আজ আগ্রা নগর নিগমের সাধারণ অধিবেশনে একাধিক বিষয়ে বিতর্ক উঠতে পারে বলে জানা যাচ্ছে। নগমের নিজস্ব কোম্পানি সাই কন্সট্রাকশন কর বিষয়ক একটি সার্ভে করে। এই সার্ভের পরই ৯৭ হাজারটি নোটিশ পাঠানো হয়। ডিসেম্বরেই বর্তমান বোর্ডের কার্যকাল শেষ হয়ে যাবে। জানা যাচ্ছে, ৩৪৫টি উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে। এমনকি বাকি রয়েছে ৪০ কোটি টাকার কাজও। এই সমস্ত বিষয়ে আজ তর্ক-বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।

তাজনগরীতে বর্তমান বোর্ড সাড়ে চার বছরে মোট ৮০ টি জায়গার নাম পরিবর্তন করেছে।

যে গুরুত্বপূর্ণ নাম বদল করা হয়েছে :

১) ঘটিয়া আজম খাঁ রাস্তার নাম হয়েছে অশোক সিঙ্ঘল মার্গ।

২) লোহামন্ডীর নৌবস্তা মোড়ের নাম হয়েছে গুরু নানক দেব চক।

৩) মন্টোলা, কাঙ্গালপাড়ার নতুন নাম দেওয়া হয়েছে বীরাঙ্গনা ঝলকারি বাঈ।

৪) ধূলিয়াগঞ্জ চৌরাস্তার নাম দেওয়া হয়েছে বীর সাভারকর মোড়।

সম্পর্কিত খবর

X