‘টাকা দিলেই চাকরি’! কয়েক কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ককে তলব

বাংলাহান্ট ডেস্ক : তাঁকে টাকা দিলেই নাকি সরকারি চাকরি এক্কেবারে পাকা! এমনই কিছু কথা তেহট্টের হাওয়ায় ভেসে বেড়াত। যাঁর সম্পর্কে এই কথা শোনা যেত, তিনি তেহট্টের (Tehatta) তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহা (Tapas Saha)। সম্প্রতি তাঁর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক (TET Scam) ও অন্যান্য আরও কয়েকটি সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Brunch)। জানা যাচ্ছে, সেই তদন্তের স্বার্থেই বিধায়ককে তলব করল রাজ্য পুলিশ। দলীয় সূত্রে খবর, আগামী মঙ্গলবার সকাল ১১টায় দুর্নীতি দমন শাখার দপ্তরে হাজির হতে হবে তাঁকে। তবে বিধায়কের বক্তব্য তিনি নাকি এখনও পুলিশের তলবের চিঠিই পাননি।

কিছু দিন আগেই বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ প্রবীর কয়াল-সহ আরও তিনজনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এরপরই তদন্তের জন্য তেহট্টের বয়ারবান্দায় প্রবীরের বাড়িতে অভিযান চালায় ওই দপ্তরের আধিকারিকরা। বিধায়ক তাপস সাহা নাকি তাঁকে ফাঁসিয়ে দিয়েছে। সংবাদমাধ্যমের কাছে এমনই দাবি করেছেন প্রবীর কয়াল। যদিও এই দাবি অস্বীকার করেন তাপস সাহা।

এরমধ্যেই বৃহস্পতিবার তাপস সাহাকে তলব করল দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এই প্রসঙ্গে তেহট্টের বিধায়ক বলেন, ‘আমার এ বিষয়ে কিছুই জানা নেই। এখনও পর্যন্ত আমার কাছে সরকারি ভাবে তলবের কোনও কপি আসেনি। চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে এসেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলে শীর্ষস্তরের নেতাদের কাছেও অভিযোগ জানিয়েছেন অভিযোগকারীরা।

Sudipto

সম্পর্কিত খবর