T-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটন, এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো অনামী নামিবিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই অঘটন। গেলংয়ের জিএমএইচবিএ স্টেডিয়ামে সদ্য এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে উড়িয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল নামিবিয়া। ম্যাচের এই ফলাফলে স্তম্ভিত গোটা ক্রিকেটবিশ্ব। এশিয়া সেরা হওয়া দলকে ৫৫ রানের বিশাল ব্যবধানে হারালো ক্রিকেট মানচিত্রে আফ্রিকার এই অনামী দেশটি।

অথচ এমনটা হওয়ার কথা ছিল না। ধারে ভারে নামিবিয়ার চেয়ে কয়েক যোজন এগিয়ে শ্রীলঙ্কা। সেইসঙ্গে রয়েছে সদ্য ভারত, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বাস। তার ওপর ম্যাচ শুরুর আগে টসেও জয় পেয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা টসেও জিতেছিলেন এবং তারপর নিজের পছন্দমতো সিদ্ধান্তও নিয়েছিলেন। তাও কিকরে ঘটলো এমন অঘটন?

   

এই অঘটনের পেছনে মূল কারণ হলো একটি দুর্দান্ত পার্টনারশিপ। শ্রীলঙ্কা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ১৪.২ ওভারের মধ্যে নামিবিয়ার ৬টি উইকেট তুলে ফেলেছিল। দক্ষিণ আফ্রিকা থেকে নামিবিয়ায় যোগ দেওয়া এবং একসময় আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলে খেলা ডেভিড উইসেও  কোনও প্রভাব ফেলতে না ফেলেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন, কিন্তু এইসময়ই রুখে দাঁড়ান জ্যান ফ্রাইলিঙ্ক ও জোহানেস স্মিট।

তারা শ্রীলঙ্কার বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন। শেষ চার ওভারে ৫৭ রান তোলে নামিবিয়া। ফ্রাইলিঙ্ক ২৮ বলে ৪৪ রান করে আউট হন। আর ১৬ বলে ২টি চার ও ২টি ছক্কা সহ ৩১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন স্মিট। তাদের দৌলতে ২০ ওভারে ১৬৩ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন প্রমোদ মধুশানে।

এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভার থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১১ ওভারের মধ্যে অর্ধেক শ্রীলঙ্কা ব্যাটিং লাইন-আপ ড্রেসিংরুমে ফিরে যায়। অধিনায়ক শানাকা (২৯) কিছুক্ষন একক লড়াই চালান, কিন্তু তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। শ্রীলঙ্কার হয়ে সেরা বোলিং করেন অভিজ্ঞ ডেভিড উইসে। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া ব্যাট হাতে কামাল দেখানো স্মিট ও ফ্রাইলিঙ্কও যথাক্রমে ১টি ও ২টি উইকেট নেন। দুটি করে উইকেট পান স্কোলটজ ও শিকঙ্গো-ও। পুরো ২০ ওভার খেলতে ব্যর্থ হয় দ্বীপরাষ্ট্র। ১৯ ওভারেই ১০৮ রানে অল-আউট হয়ে যায় তারা। সুপার টুয়েলভে ওঠার দৌড়ে প্রথম হার্ডেলের ধাক্কাতেই বেসামাল হাসারাঙ্গারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর