পাকিস্তান পর চীন, চিনা আলো আর এই বছর থেকে দেওয়ালিতে ব্যাবহার করা যাবে না নির্দেশ মোদীর !

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি মেসেজ ফরওয়ার্ড করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী বলছেন এবার দেওয়ালিতে চিনা আলো ব্যবহার না করে দেশীয় আলো ব্যবহার করতে।

70676108

পোস্টটিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী বলছেন, “আমার প্রিয় ভারতবাসীরা, এবার আপনারা শুধু এতোটুকুই করুন, এবার দেওয়ালিতে আপনারা নিজেদের বাড়িতে দেশীয় আলোকসজ্জা মিষ্টির ব্যবহার করুন। আশা করছি আপনারা এই প্রধান সেবকের কথা শুনবেন। এই ছোট ছোট পদক্ষেপে আপনার যদি আমার সাথে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি আগামী দিনে ভারতকে দুনিয়ার প্রথম সারির দেশগুলোর মধ্যে প্রথম স্থানে দাঁড় করাবো। ”

গত বেশ কয়েকদিন ধরে এই রকমের একটি মেসেজ ফেসবুকে ফরওয়ার্ড হচ্ছে। নমোর মেসেজটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে মেসেজটি আদেও নরেন্দ্র মোদির তরফ থেকে পাঠানো হয়নি। নরেন্দ্র মোদী ভারতবাসীর উদ্দেশ্যে এরকম কোন অনুরোধ করেননি। এমনকি পিএমও এর অফিসের তরফ থেকেও এই মেসেজটি কে ভুল বলে চিহ্নিত করা হয়েছে।

কিন্তু , বর্তমান পরিস্থিতির ওপর বিচার করে দেখলে এই কার্ড যে বা যারা বানিয়েছে তাদের মূল উদ্দেশ্য একটাই সেটা চীনা পণ্যের বিক্রি কমানো ! আর এটা সত্যিই প্রয়োজনীয় কারণ বর্তমান পরিস্থিতিতে আত্নকবাদী দেশ অর্থাৎ পাকিস্তান কে সমর্থনকরি একমাত্র দেশ হলো চীন, অর্থাৎ আতঙ্কবাদী ফান্ডিং এ পাকিস্তানের যতটা দোষ , চীনের ও ততটাই ! তাই ভারতীয়দের উচিত চীনা পণ্যকে ধীরে ধীরে বয়কট করা !

সম্পর্কিত খবর