এ ছবি দেখলে সমাজ দু টুকরো হয়ে যাবে, ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিষ্ফোরক নানা পাটেকর

বাংলাহান্ট ডেস্ক: ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর জয়যাত্রা অব‍্যাহত। বেশ কয়েক মাস পর তামিল, তেলুগু ইন্ডাস্ট্রির ছবি থেকে মুখ ঘুরিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে ফিরেছে দর্শক। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ছবিটি। তেমনি বিতর্কও চলছে পাল্লা দিয়ে। অনেকে এর মধ‍্যে বিজেপি তথা হিন্দুত্ববাদীদের রাজনীতির গন্ধ পেয়েছেন। সেই সুরে সুর মিলিয়েই এবার ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ নির্মাতাদের একহাত নিলেন নানা পাটেক‍র (Nana Patekar)।

দ‍্য কাশ্মীর ফাইলসকে নিয়ে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে দর্শকরা। একাংশ ছবির প্রশংসায় পঞ্চমুখ। অপর অংশের দাবি, ছবিতে এক তরফা ঘটনা দেখানো হয়েছে। মুসলিমদের প্রতি ঘৃণার জন্ম দিচ্ছে এই ছবি, উঠেছে এমন অভিযোগও। এবার অভিনেতা নানা পাটেকর ছবিটি সম্পর্কে নিজের মতামত প্রকাশ করলে

nanapatekar001
সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “দেশে শান্তির পরিবেশ বজিয় রয়েছে। সব ধর্মের মানুষ এখানে একসঙ্গে থাকেন। এমতাবস্থায় শুধু শুধু তাদের মধ‍্যে বিবাদ তৈরি করা ঠিক নয়।” নানার মতে, এই ছবির মাধ‍্যমে দেশের শান্তি নষ্ট করে অযথা বিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। সেটা কাম‍্য নয়।

অভিনেতার কথায়, “হিন্দু ও মুসলমান দুই ধর্মের লোকই এ দেশের মানুষ। দুই সম্প্রদায়েরই একে অপরকে প্রয়োজন। তাই তাদের শান্তি সম্প্রীতি বজায় রেখে চলা উচিত। এমন অবস্থায় কোনো একটি ছবির মাধ‍্যমে বিবাদ সৃষ্টি করা ঠিক নয়। যারা এমনটা করছে তাদের থেকে কৈফিয়ত চাওয়া উচিত। ছবিটি দেখার পর সমাজ দু টুকরো হয়ে যাবে। এভাবে বিভেদ সৃষ্টি করা ঠিক নয়।”

উল্লেখ‍্য, ছবি মুক্তির আগে ও পরে ক্রমশ বাড়তে থাকা বিতর্কের জন‍্য Y ক‍্যাটেগরির নিরাপত্তার ব‍্যবস্থা করা হয়েছে দ‍্য কাশ্মীর ফাইলস পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন‍্য। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দ‍্য কাশ্মীর ফাইলসের পরিচালককে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে ঘোষনা করা হয়েছে।

vivek agnihotri
কিছুদিন আগেই পরিচালক দাবি করেছিলেন, তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে। ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক লেগে ছিল। এমনকি সোশ‍্যাল মিডিয়ায় লাগাতার ফতোয়া, প্রাণনাশের হুমকির জেরে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ‍্য হয়েছিলেন বিবেক।

তিনি দাবি করেছিলেন, কাশ্মীরি পণ্ডিতদের গণহত‍্যার ইতিহাস প্রকাশ‍্যে আসা থেকে রোখার জন‍্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই প্রয়াস কার্যকরী হয়নি। যথা সময়েই মুক্তি পেয়েছে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’।

Niranjana Nag

সম্পর্কিত খবর