নানা পটেকরকে কোনও ভাবেই ছাড়া যাবেনা!#MeToo কেসে এবার নয়া পদক্ষেপ

 

বাংলা হান্ট ডেস্ক :বলিউডের বেশ কয়েকটি সিনেমায় ভাল কাজ করে নাম করা অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ আনেন তিনি যখন কাজ করতেন সেই সময় নানা পটেকর তাঁর সঙ্গে অশালীন আচরন করেন।সেই অভিযোগে কেসও চলে নানার বিরুদ্ধে। তবে নানা ওই কেসে ক্লিন চিট সার্টিফিকেট পেয়ে যান।

তবে এতে দমে যাওয়ার পাত্রী নন তনুশ্রী দত্ত। নানাকে তিনি কিছুতেই মিটু কেস থেকে মুক্তি পেতে দেবেন না। আর সেই জন্যই নানা ক্লিনচিট পাওয়ার পর আবারও তনুশ্রী প্রোটেস্ট পিটিশন ফাইল করার সিদ্ধান্ত নিলেন।

IMG 20190708 WA0027 1

তবে এই কেসে তনুশ্রীকে আদালত কোনও শুনানি দিল না। কারণ, উকিল থেকে শুরু করে সকলে কোর্টে উপস্থিত থাকলেও ওশিওয়াডা পুলিশ অফিসের একজন অফিসারও সেদিন কোর্টে উপস্থিত না থাকার জন্য শুনানির ডেট পিছিয়ে গেল সেপ্টেম্বরের ৭ তারিখ। এবার দেখা যাক কীভাবে কতদূর তিনি তার প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন।

সম্পর্কিত খবর