ভোট গণনার আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম! পঞ্চায়েত অফিস থেকে ‘উধাও’ গুরুত্বপূর্ণ নথি

বাংলাহান্ট ডেস্কঃ ফের শিরোনামে উঠে এল একুশের নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। রাতে পঞ্চায়েত অফিসে তালা ভেঙে দুঃসহসিক চুরির ঘটনা ঘটে সেখানে। এই কাণ্ডে অভিযোগের তির তৃণমূলের দিকে। গেরুয়া শিবিরের অভিযোগ এই কাজে অভ্যস্ত তৃণমূল (TMC)। দুর্নীতি চাপা দিতেই এই চুরির ঘটনা।

এটি ঘটল তৃণমূল পরিচালিত আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। খোয়া গেল একাধিক গুরুত্বপূর্ণ নথি। তবে কিভাবে এমন দুঃসহসিক চুরির ঘটনা ঘটল, সেটিই এখন সবাইকে ভাবাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল, বৃহস্পতিবার রাতে ওই পঞ্চায়েতের সবকটি আলো নেভানো ছিল। আর সেই সুযোগেই পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার, হার্ডডিস্ক -সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উধাও।

সবই কি পূর্ব পরিকল্পিত? গণনার ৪৮ ঘণ্টা আগেই বিশেষ ঘটনা সাড়া ফেলে দিল নন্দীগ্রামে! West Bengal Assembly Election 2021: Theft at the Gram Panchayat office in Nandigram | TV9 Bangla News

ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। নন্দীগ্রাম (Nandigram) থানার পুলিশ সেখানে পৌঁছে তদন্ত শুরু করেছে। অন্যদিকে গেরুয়া শিবিরের (BJP) নেতা দিলীপ পাল অভিযোগ করলেন, ‘শাসকদল তৃণমূল চুরিতে অভ্যস্ত। আমফানের চাল চুরি করেছে, বরাবরই চুরি করে। এবার সেই দুর্নীতির নথি ঢাকতে এই চুরি করিয়েছে তারাই।’ তখনই তার অভিযোগ, ‘রাতে সমস্ত আলো কেন নেভানো ছিল ?’ এই ঘটনায় তিনি বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, একুশের প্রেস্টিজ ফাইটে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র এই নন্দীগ্রামই। সেখানে রাজ্যের দুই হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শাসকদল তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তো প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি দলবদলু শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্সিট পোলের ফলাফল বলছে ওই কেন্দ্রে মমতাই এগিয়ে। তবে গেরুয়া শিবিরের দাবি সেখানে জিতবেন শুভেন্দুই। আগামী ২ মে সেই টানাপোড়েনের অবসানের আগেই এদিনের চুরির ঘটনা জনমানসে একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে।


সম্পর্কিত খবর