বাথরুমে পড়ে গিয়ে কেলেঙ্কারি! মেরুদণ্ডে চিড়, ডান হাতের কব্জি ভেঙে প্লাস্টার হয়েছে নন্দিতা রায়ের

বাংলাহান্ট ডেস্ক: বারবার দুর্ঘটনার (Accident) খবর আসছে টলিপাড়া থেকে। অতি সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। এবার তালিকায় বাড়ল আরো এক নাম। দুর্ঘটনার মুখে পরিচালক নন্দিতা রায় (Nandita Roy)। বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

‘বেলাশুরু’র স্পেশ‍্যাল স্ক্রিনিংয়ে জন‍্য পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ‍্যায়ের সঙ্গে আহমেদাবাদে যাওয়ার কথা ছিল নন্দিতার। কিন্তু একাধিক চোট পেয়ে বাড়িতেই বসে থাকতে হচ্ছে তাঁকে। সংবাদ মাধ‍্যমকে পরিচালক জানান, কিছুদিন আগে তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন পা পিছলে।

jpg 5 8
গুরুতর আহত হন নন্দিতা। এক্স রে করা হলে জানা যায়, ডান হাতের কব্জি ভেঙে গিয়েছে তাঁর। মেরুদণ্ডেও চিড় ধরেছে। অস্ত্রোপচার করে কব্জির হাড় জোড়া হয়েছে। তাঁর ডান হাতে প্লাস্টার করা। হাসপাতালে একদিন কাটিয়ে বাড়িতে ফিরতে পেরেছেন বটে, তবে বেশ ভালোই কাবু হয়ে পড়েছেন নন্দিতা।

কোমরে ব‍্যথা রয়েছে তাঁর। ওষুধপত্রের পাশাপাশি চলছে ফিজিওথেরাপি। আপাতত দু সপ্তাহ ধরে ফিজিওথেরাপি চলবে বলে জানান পরিচালক। প্লাস্টারও থাকবে এখন। সেই ২৪ জুলাই হাতের প্লাস্টার কাটা হবে। অর্থাৎ এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।

ডান হাতে কোনো কাজ করতে না পারায় হতাশ পরিচালক নন্দিতা রায়। আগামী ছবির কাজ আটকে রয়েছে। আহমেদাবাদ যাওয়ার পরিকল্পনাটাও বাতিল করতে হল। হালকা মেজাজে  পরিচালক বলেন, বেলাশুরুর সাফল‍্য দেখে হয়তো কেউ নজর দিয়েছে!

বেলাশেষের পর বেলাশুরুও ভাল ব‍্যবসা করেছে। অনেকদিন পর বাংলা ছবির সুদিন ফিরেছে। উপরন্তু সৌমিত্র চট্টোপাধ‍্যায় এবং স্বাতীলেখা জুটির শেষ ছবি দেখতে অনেকেই ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে।


Niranjana Nag

সম্পর্কিত খবর