নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ ফের উত্তপ্ত নানুরের মোহনপুর গ্রাম। অভিযোগ,তৃনমূলের কর্মীরা বিজেপির কর্মীকে মারধর করে। প্রতিবাদে নানুর-বোলপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যার জেরে ওই রুটে কিছুক্ষণ যানজটের সৃস্টি হয়।ঘটনাটি ঘটার সাথে,সাথেই ঘটনাস্থলে আসে নানুর থানার আওতাধীন পুলিশ আধিকারিকেরা। যদিও এলাকায় একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়। এলাকায় যাতে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইজন্য ওই এলাকায় এখনো মোতায়েন রয়েছে পুলিশ। যদিও বিজেপি নেতা স্বরূপ গরাইয়ের খুনের পর থেকেই নানুর রয়েছে থমথমে। দোকানপাট রয়েছে অধিকাংশ বন্ধ। কিন্তু আবারও এই রকম ঘটনাতে চিন্তিত নানুরবাসি।
ঘটনার জের,পরশু রাতে। এলাকা দখলদারিকে কেন্দ্র করে পরশু রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নানুর থানার অন্তর্গত মোহনপুর গ্রাম। অভিযোগ ছিল,বিজেপি আশ্রিত দুস্কৃতিরা তৃনমূলের কর্মীদেরকে হুমকি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারাই জেরে আজ তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা বিজেপি কর্মীকে মারধর করে।
স্থানীয় সূত্রে গিয়েছিল,নানুর থানার অন্তর্গত বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতর মোহনপুর গ্রামে এলাকার দখল কার হাতে থাকবে সেই বিষয়ে পরশু রাতে প্রথমে তৃনমূলের সঙ্গে বিজেপির বচসা বাধে। তারপরেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ওই গ্রাম।