বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) আগমনের কারণে ২৬ শে মে এবং ২৭ শে মে হাইকোর্টের (Calcutta High Court) সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কলকাতায় ইয়াসের প্রভাব সেভাবে না পড়ার কারণে, সিদ্ধান্ত বদল করল আদালত কর্তৃপক্ষ। বুধবার রাতেই এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১ টায় হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে হবে নারদ মামলার শুনানি।
সম্প্রতি নারদ মামলায় ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra), শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee) এবং সুব্রত মুখার্জিদের (Subrata Mukherjee) গত ১৭ ই মে আচমকাই গ্রেফতার করে সিবিআই। তাঁরা গ্রেফতার হতেই বাংলার জুড়ে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়। এমনকি নিজাম প্যালেসে গিয়ে তাঁকেও গ্রেফতার করার কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সেখানে প্রথমে তাঁদের জামিন মঞ্জুর হলেও, পরবর্তীতে হাই কোর্টের নির্দেশে তাঁদের জামিন স্থগিত হয়ে যায় এবং চারজনকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর মামলার রায়ে ভারপ্রাপ্ত বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্যায় জামিনের পক্ষে থাকলেও, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জামিনের বিপক্ষে থাকায় ধৃতরা ছাড়া পেলেও গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়।
এরপর গত মঙ্গলবার হাই কোর্টের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের আগমনের কারণে ২৬ এবং ২৭ শে মে যান চলাচলের একটা সমস্যা তৈরি হবে। যে কারণে এই মামলার শুনানি করা সম্ভব হবে না। তবে পরবর্তীতে কোন দিন এই মামলার শুনানি করা হবে, তা আগামী ২৭ শে মে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।
তবে বুধবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১ টায় হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে হবে নারদ মামলার শুনানি। কলকাতায় সেভাবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব না পড়ায় হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্তে বদল করে কর্তৃপক্ষ- এমনটাই ধারণা আইনজ্ঞ মহলের।