হিমালয় থেকে নেমে এলেন ১৮ ইঞ্চির সাধু, মাথায় হাত দিয়েই জেনে ফেলছেন মনের কথা

বাংলাহান্ট ডেস্কঃ হরিদ্দাদের কুম্ভ মেলায় যাওয়া কার না আশা থাকে। সেখানে গিয়ে সন্যাসীদের থেকে আশীর্বাদ নেওয়ার কামনা পূর্ণ করতে দেশের সর্বত্র থেকে এই মেলায় জড়ো হয় পূণ্যার্থীরা। সেই মত এবারও বিগত কয়েক সপ্তাহ থেকেই হরিদ্দারে কুম্ভ মেলার আসর বসেছে। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে সেখানে জমায়েত করেছেন সাধুরা। হিমালয় থেকে প্রতিবছর মত এই বছরও হরিদ্দারের ওই মেলায় নেমে এসেছেন নাগা সন্ন্যাসীরাও।

মানা হয়, এই নাগা সন্ন্যাসী সারাবছর নানান প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে হিমালয়ে বরফের উপর নগ্ন হয়ে বসে তপস্যা করে। অনেক দূরে ইশ্বরের সাধনায় মগ্ন থাকা মাথায় জটাধারী, গায়ে ছাইভষ্ম মাখা এই নাগা সন্ন্যাসীরা হয়ে থাকেন নানান ধরণের শক্তি ও অলৌকিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করেন অনেকেই। ভক্তদের বিশ্বাস এই সন্ন্যাসীরা হিমালয়ের গহনে থাকেন, এমনকি তাঁদের মধ্যে কেউ কেউ সন্ন্যাসীদের অদ্ভুত সব কাহিনীর কথা সুন্দরভাবে তুলেও ধরেন।

Narayan Nand Giri Maharaj

সেই মত কুম্ভ মেলায় উপস্থিত শত শত সন্ন্যাসী। তবে এবারের মেলার বাদ্দি বাজতেই শুরু থেকে ভক্তদের নজর কাড়ছেন এক ১৮ ইঞ্চির নাগা সন্ন্যাসী। বছর পঞ্চান্নর ওই সন্ন্যাসীর নাম নারায়ণ নন্দ গিরি মহারাজ (Narayan Nand Giri Maharaj)। যিনি নিজে একা হেঁটে চলে বেড়াতে পারেন না। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral Video) হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দ্বারা শেয়ার হওয়া ওই ভিডিওতে দাবি করা হচ্ছে, মাথায় হাত দিয়েই নাকি মনের কথা জানতে পারেন ওই ১৮ ইঞ্চির নাগা সাধু। দুঃখ ভুলে শরীর ও মন দুইই সুস্থ হয়ে যাচ্ছে মানুষের।

আর তাঁকে দেখতে ও আশীর্বাদ নিতে এবারের কুম্ভ মেলায় ভিড় জমাচ্ছেন অগণিত ভক্তগণ। তাঁরাও দাবি করছেন এই নাগা সাধু মাথায় হাত রাখলেই ভালো হয়ে যাচ্ছে মন। যদিও এসবের সত্যতা নিয়ে প্রশ্ন থেকে। যা পুরোটাই বিশ্বাসের ব্যাপার। তবে সংবাদমাধ্যমের দ্বারা শেয়ার হওয়া ওই নাগা সাধুর অলৌকিক ক্ষমতা তর্কের বাইরেও মিরাক্কেলের সম্ভাবনাও দেখছেন অনেকে।

দেখুন ভিডিও—


সম্পর্কিত খবর