‘কাউকে জোর করে…’, ৭০ ঘন্টা কাজ বিতর্কে ট্রোল্ড হতেই সুর নরম নারায়ণমূর্তির, এবার জানালেন….

বাংলাহান্ট ডেস্ক : ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’ নিয়ে বিতর্ক যেন থামার নয়। সপ্তাহে কত ঘন্টা কাজ করা উচিত তরুণদের, কতটুকু সময়ই বা দেওয়া উচিত ব্যক্তিগত জীবনে, এ নিয়ে নানা মুনির নানা মত। তবে বিতর্কের সূত্রপাত যিনি করেছিলেন, সেই নারায়ণমূর্তি (Narayana Murthy) এবার আচমকাই ‘পালটি’ খেয়ে বসলেন। ‘সপ্তাহে ৭০ ঘন্টা কাজ’ বিতর্কে তাও সাফাই, কাউকে মোটেই এ বিষয়ে জোর করা যায় না।

সপ্তাহে ৭০ ঘন্টা কাজ নিয়ে বিতর্কে জড়ান নারায়ণমূর্তি (Narayana Murthy)

দেশের কর্মসংষ্কৃতির হাল ফেরাতে সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করার পক্ষে সওয়াল করেছিলেন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তি (Narayana Murthy)। তারপরেই শুরু বিতর্ক। উপরন্তু নারায়ণমূর্তির বক্তব্যের আরো কয়েক কাঠি উপরে গিয়ে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে মন্তব্য করেছিলেন কয়েকজন। এবার বিতর্কের মুখে পড়ে আমতা আমতা করতে দেখা গেল নারায়ণমূর্তিকে (Narayana Murthy)।

Narayana murthy changes statement on 70 hour work week

ভিন্ন সুর ইনফোসিস কর্তার: আইএমসির কিলাচাঁদ স্মারক বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, কেউ চাপিয়ে দিয়ে বলতে পারেন না যে এটা করুন, ওটা করবেন না। তবে ভিন্ন সুর শোনা গেলেও আত্মপক্ষ সমর্থন করতেও দেখা গিয়েছে নারায়ণমূর্তিকে (Narayana Murthy)। তিনি বলেন, ‘আমি সকাল ৬ টা ২০ তে অফিসে যেতাম। বেরোতাম সন্ধ্যা সাড়ে আটটায়।’ চল্লিশ বছর ধরে এই রীতি তিনি বজায় রেখেছিলেন বলে জানান ইনফোসিস কর্তা। তাই এটাকে কেউ ভুল বলতে পারবেন না।

আরো পড়ুন : “মঙ্গলে অমঙ্গল”, ট্রাম্প আসতেই হাহাকার ভারতের শেয়ার বাজারে! একদিনেই ক্ষতি ৫ লক্ষ কোটি

কী বললেন নারায়ণমূর্তি: এরপরেই তিনি বলেন, এই বিষয়গুলি নিয়ে কেউ আত্মবিশ্লেষণ করতে পারে, কেউ আত্মস্থ করতে পারে, আবার কেউ চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে। তবে এ নিয়ে বিতর্কের কোনো কিছু নেই, আলোচনারও কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : ‘একেবারে কার্টুন’, মানাচ্ছে না মোটেই, দর্শকদের দাবিতে নায়িকা বদল জি বাংলার সিরিয়ালে!

প্রসঙ্গত, গত বছর ইনফোসিস কর্তা বলেছিলেন, তরুণ প্রজন্মের আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় জিততে হলে সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করা উচিত। অর্থাৎ সপ্তাহে ছয় দিন কাজের পরেও আরো অতিরিক্ত সময় কর্মক্ষেত্রে দেওয়ার পক্ষে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে জাপান এবং জার্মানির মতো দেশের কর্মপদ্ধতির প্রসঙ্গ তুলে তুলনা করেছিলেন নারায়ণমূর্তি। তাঁর মন্তব্য নিয়ে বেশ বিতর্ক হয়েছিল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর