সিবিএসই পড়ুয়াদের নিয়ে চলা অনলাইন বৈঠকে আচমকাই হাজির প্রধানমন্ত্রী, দিলেন প্রশ্নের উত্তরও

বাংলাহান্ট ডেস্কঃ শিক্ষামন্ত্রক আয়োজিত বৈঠকে সিবিএসই (cbse) পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথোপকথনের মধ্যে আচমকাই হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। পড়ুয়া থেকে অভিভাবক, সকলের প্রশ্নের উত্তরও দিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীকে পেয়ে বেশ কিছুটা উচ্ছ্বসিতও দেখা গেল পড়ুয়াদের।

করোনার প্রথম পর্ব পার করে দ্বিতীয় পর্বে নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে, যার মধ্যে অন্যতম প্রধান বিষয় পড়ুয়াদের ভবিষ্যৎ। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই ও আইসিএসই পরীক্ষার সময় হয়ে গেলেও, পরীক্ষা হবে কিনা- তা নিয়ে সংশয় চলছিল সকল স্তরেই।

tet exam modi

তবে সম্প্রতি সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনা আবহে পড়ুয়াদের শারীরিক অবস্থার কথা চিন্তা করেই, এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে পশ্চিমবঙ্গ সরকার এখনও অবধি মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ে কোন সিদ্ধান্তই নিতে পারেনি। এখনও অবধি শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ না হওয়ায়, তাঁরা দোটানার মধ্যে রয়েছে। তবে বাংলার সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

অন্যদিকে সিবিএসই ও আইসিএসই পরীক্ষা বাতিল হওয়ার পর, সেই পন্থা অবলম্বন করে এখনও অবধি মোট ৭ রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছে। তবে পরীক্ষা না নিয়ে কিভাবে মূল্যায়ন করা হবে, সেবিষয়ে আলোচনা চলছে।

সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিলেও, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রকে ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করার জন্য। এরই মধ্যে পড়ুয়াদের এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত বৈঠকে হাজির হন প্রধানমন্ত্রী মোদী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর